নয়াদিল্লি, 9 জুলাই: ধুন্ধুমার বৃষ্টিতে জেরবার রাজধানী ৷ একদিনে রেকর্ড বৃষ্টি হল দিল্লিতে ৷ রবিবার সকাল 8:30টা পর্যন্ত 24 ঘণ্টার মধ্যে 153 মিমি বৃষ্টি হয়েছে ৷ ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, 41 বছর পর জুলাই মাসে এক দিনে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত । পরিস্থিতি মোকাবিলায় সরকারি আধিকারিকদের রবিবারের ছুটি বাতিল করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমী বায়ুর জোড়া ফলায় দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতে প্রবল বৃষ্টিপাত চলছে ৷ এটাই মরশুমের প্রথম 'খুব ভারী' বৃষ্টি ৷ শহরের প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজং অবজারভেটরি রবিবার সকাল 8.30 টায় শেষ হওয়া 24 ঘণ্টার মধ্যে 153 মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে ৷ আইএমডির একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এর আগে, শেষবার 1982 সালের 25 জুলাই 169.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল 24 ঘণ্টায় ৷ তার পরে এ বারের বৃষ্টিই সর্বোচ্চ ৷ 2003 সালের 10 জুলাই দিল্লিতে 133.4 মিমি বৃষ্টিপাত হয়েছিল ৷ আর জুলাইতে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 1958 সালের 21 জুলাই, 266.2 মিলিমিটার ।
আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে ৷ বলা হয়েছে, মাঝারি বৃষ্টি শহরের বাসিন্দাদের আরও সমস্যা সৃষ্টি করতে পারে । রিজ, লোধি রোড এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া স্টেশনগুলি যথাক্রমে 134.5 মিমি, 123.4 মিমি এবং 118 মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে ।
আরও পড়ল:লাহৌল-স্পিতিতে হড়পা বানের জেরে ধস, উদ্ধার করা হল 30 পড়ুয়াকে
প্রবল বৃষ্টিতে দিল্লির পার্ক, আন্ডারপাস, বাজার এমনকী হাসপাতাল চত্বর তলিয়ে যায় এবং জলমগ্ন রাস্তার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় ৷ লোকজনের হাঁটু-জলে দুর্ভোগে পড়ার ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ঘুরে বেড়াচ্ছে ৷ যা শহরের নিকাশি পরিকাঠামোর কার্যকারিতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে ৷ প্রবল হাওয়া ও বৃষ্টির কারণে বেশকিছু এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে ।
ভারী বৃষ্টিপাতের কারণে সব সরকারি কর্মীদের রবিবারের ছুটি বাতিল বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আজ টুইটে তিনি জানিয়েছেন, "গতকাল দিল্লিতে 126 মিমি বৃষ্টি হয়েছে । বর্ষার মরশুমে মোট বৃষ্টিপাতের 15% মাত্র 12 ঘণ্টায় হয়েছে । জলমগ্ন রাস্তাঘাটের কারণে মানুষ চরম বিপাকে পড়েছে । আজ দিল্লির সমস্ত মন্ত্রী এবং মেয়র উপদ্রুত এলাকায় পরিদর্শন করবেন । সমস্ত বিভাগের আধিকারিকদের রবিবারের ছুটি বাতিল করে মাঠে নামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷"
আবহাওয়া অফিসের মতে, 15 মিমি থেকে কম বৃষ্টিপাতকে 'হালকা', 15 মিমি থেকে 64.5 মিমি বৃষ্টিকে 'মাঝারি', 64.5 মিমি থেকে 115.5 মিমি বৃষ্টিকে 'ভারী' এবং 115.6 মিমি থেকে 204.4 মিমি বৃষ্টিকে 'খুব ভারী' বলে মনে করা হয় । 204.4 মিলিমিটারের বেশি যে কোনও পরিমাণ বৃষ্টিকে 'অত্যন্ত ভারী' বৃষ্টি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় ।