নয়াদিল্লি, 2 নভেম্বর:আবারও দূষণে জেরবার রাজধানী ৷ বাতাসের (AQI) মান 'খুব খারাপ' (Very poor) ক্যাটাগরিতে নেমে গিয়েছে ৷ মানুষজনকে ওয়ার্ক ফ্রম হোম (Work from home) করার পরামর্শ দিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Delhi minister Gopal Rai)৷ আর যদি বাইরে বেরোতেই হয়, তবে দূষণ রোধ করতে দিল্লিবাসীকে গণপরিবহণ ব্যবহারের আর্জি জানিয়েছেন তিনি ৷ খড় পুড়িয়ে দূষণ বৃদ্ধির জন্য পঞ্জাবের কৃষকদের সমালোচনা করায় বিজেপিকে এ দিন একহাত নিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী (Delhi Govt on Pollution)৷ তাঁর অভিযোগ, কেন্দ্রের আনা 'বিতর্কিত' কৃষি আইনের বিরোধিতা করার কারণেই কৃষকদের দূষণের জন্য দায়ী করছে বিজেপি ৷
গোপাল রাই বুধবার বলেছেন, "কৃষকরা প্রতিবাদ জানিয়েছিলেন বলেই খড় পোড়ানোর জন্য তাঁদের উপর দোষ চাপাচ্ছে বিজেপি ৷ ওরা কৃষকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় ৷ কৃষকদের হেনস্থা করা, তাঁদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তাদের (বিজেপি) বন্ধ করা উচিত ৷ প্রতিশোধ নেবেন না, তাঁদের সমর্থন করা শুরু করুন ৷"