নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: সোমবার টানা তৃতীয়বারের মতো দিল্লি পৌরনিগমে (Municipal Corporation of Delhi) মেয়র নির্বাচনে বাধা পড়ল ৷ এদিন বেলা সোয়া 11টার দিকে মেয়র নির্বাচনের কাজ শুরু হয় ৷ তখন প্রিসাইডিং অফিসার সত্য শর্মা জানান, মনোনীত কাউন্সিলররাও মেয়র নির্বাচনে ভোট দেবেন ৷ তার পরই হইচই শুরু হয় ৷ আম আদমি পার্টি (Aam Aadmi Party) এর বিরোধিতা শুরু করে । এই নিয়ে পালটা তোলপাড় শুরু করেন বিজেপি (BJP) কাউন্সিলররাও । এই পরিস্থিতিতে সভার কাজ 10 মিনিটের জন্য মুলতবি করা হয় ।
এর পর যখন আবার সভার কাজ শুরু হয়, তখন বিজেপি কাউন্সিলররা বলেন, যে বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে ও যাঁদের শাস্তি দেওয়া হয়েছে, তাঁদের মেয়র নির্বাচনে ভোট দেওয়ার অধিকার দেওয়া উচিত নয় । এই সময় তাঁরা আপের (AAP) দুই বিধায়ক সঞ্জীব ঝা ও অখিলেশপতি ত্রিপাঠীর নামও উল্লেখ করেন ৷ ফলে এই নিয়ে বিরোধিতা শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল ৷ উভয় পক্ষের কাউন্সিলরদের মধ্যে অভিযোগ-পালটা অভিযোগ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ বেলা 12টা 12 মিনিটে ফের মুলতবি হয়ে যায় সভা ৷ প্রিসাইডিং অফিসার জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি পৌরনিগমের অধিবেশন মুলতবি থাকবে ৷
পৌরনিগমের অধিবেশন স্থগিত হয়ে যাওয়ার পর আম আদমি পার্টির বিধায়ক সৌরভ ভরদ্বাজ বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান । তিনি বলেন, ‘‘বিজেপি পৌরনিগমের বিশেষ অফিসারের মাধ্যমে সরকার চালাচ্ছে । তিনি চান যে কোনোভাবেই নির্বাচন না হোক ও আম আদম পার্টির কেউ যেন মেয়র না হয় ।’’ তিনি আরও বলেন, ‘‘একটি সুচিন্তিত কৌশলের অধীনে সভার কার্যক্রম মুলতবি করা হয়েছে ।’’ উল্লেখ্য, এর আগে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া মেয়র নির্বাচন পিছিয়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন ।