নয়াদিল্লি, 9 মে : দিল্লিতে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি ৷ দাঁত-নখ বের করেছে করোনা ৷ আরও একবার মুখ থুবড়ে পড়েছে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ৷ অক্সিজেনের হাহাকার ৷ বেড নেই ৷ আর তারই মধ্যে বেশ কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে ৷ রোগীদের পরিবারের থেকে আকাশছোঁয়া টাকা নিচ্ছে হাসপাতালগুলি ৷
রবিবার আরও একবার সেই অভিযোগ প্রকাশ্যে এল ৷ অভিযোগ দিল্লির এনকেএস সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে ৷ করোনা আক্রান্তদের পরিবারের অভিযোগ, রোগীদের চিকিৎসার জন্য বিশাল অঙ্কের বিল ধরাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
রাজধানীর বাসিন্দা নিধি গয়ালের বাবা-মা দু'জনেই এই হাসপাতালে ভর্তি ৷ তাঁর অভিযোগ, ইতিমধ্যেই চিকিৎসার জন্য 10 লাখ টাকা দিতে বলা হয়েছে ৷ পাশাপাশি 5 লাখ টাকা শুধুমাত্র ওষুধের জন্য ৷ নিধি জানিয়েছেন, "আমার বাবা-মা দু'জনেই আইসিইউতে ভর্তি ৷ যে সব ওষুধের প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, সেই সবই আমি কিনেছি ৷ 5 লাখ টাকা লেগেছে ৷ এখনও জানি না তাঁরা কখন হাসপাতাল থেকে ছাড়া পাবেন ৷"
তাঁর আরও অভিযোগ, এখানে হাসপাতালে প্রত্যেক রোগীকে প্রতিদিন ওষুধের লম্বা লিস্ট দেওয়া হয় ৷ সেগুলিকে বাধ্যতামূলকভাবে হাসপাতালের নিজস্ব ওষুধের দোকান থেকেই কিনতে বলা হচ্ছে ৷