পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi High Court: আদালত অবমাননায় এক ব্যক্তিকে ছ’মাসের সাজা দিল্লি হাইকোর্টের - এক ব্যক্তিকে ছ’মাসের সাজা দিল্লি হাইকোর্টের

Imprisonment for Contempt of Court: আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলেন জনৈক নরেশ শর্মা ৷ তাঁকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ মঙ্গলবার তাঁকে এই সাজা শুনিয়েছে আদালত ৷

Delhi High Court
Delhi High Court

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 4:45 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: আদালত অবমাননার মামলায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিল্লি হাইকোর্ট ৷ মঙ্গলবার এই সাজা শুনিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি শৈলেন্দর কৌর এবং বিচারপতি সুরেশ কুমার কাইতের ডিভিশন বেঞ্চ ৷ নরেশ শর্মা নামে ওই ব্যক্তিকে দু’হাজার টাকা জরিমানাও করেছে আদালত ৷ অনাদায়ে ওই ব্যক্তিকে আরও সাতদিন জেলে থাকতে হবে বলে আদালতের নির্দেশ ৷

উল্লেখ্য, নরেশ শর্মা দিল্লি হাইকোর্টের এক বিচারপতিকে চোর বলেছিলেন ৷ তিনি দিল্লি হাইকোর্টের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন ৷ তাঁর দাবি ছিল, দিল্লি হাইকোর্ট অপরাধমূলক পরিস্থিতিকে আরও জটিল করার সাথে জড়িত ৷ তাঁর একটি আবেদন খারিজ হয়ে যাওয়ায় এক বিচারপতিকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও করেন তিনি ৷ এই নিয়ে গত অগস্ট থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু হয় ৷

মঙ্গলবার সেই মামলার রায় দেয় দিল্লি হাইকোর্ট ৷ সেখানেই নরেশ শর্মা নামে ওই ব্যক্তিকে ছ’মাসের কারাদণ্ড দেয় আদালত ৷ রায় দিতে গিয়ে আদালত জানিয়েছে, ওই ব্যক্তির কর্ম ও আচরণের জন্য কোনও অনুশোচনা নেই । তাই 1971 সালের আদালত অবমাননা আইনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয় । নরেশ শর্মাকে হেফাজতে নিয়ে তিহার জেলে হস্তান্তর করারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতের ।

তবে কোন বিষয়ে ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কেন তাঁর আবেদন আদালতে খারিজ হয়ে যায়, সেই বিষয়টি স্পষ্টভাবে জানা যায়নি ৷ তবে দিল্লি হাইকোর্ট এই রায় দিতে গিয়ে জানিয়েছে যে দায়িত্ববান নাগরিক হিসেবে নরেশ শর্মার আদালত সম্পর্কে মন্তব্য করার বিষয়ে আরও শালীনতা বজায় রাখা উচিত ছিল ৷

আরও পড়ুন:আদালত অবমাননায় প্রশান্ত ভূষণকে 1 টাকা জরিমানা

ABOUT THE AUTHOR

...view details