নয়াদিল্লি, 1 নভেম্বর: আদালত অবমাননার মামলায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিল্লি হাইকোর্ট ৷ মঙ্গলবার এই সাজা শুনিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি শৈলেন্দর কৌর এবং বিচারপতি সুরেশ কুমার কাইতের ডিভিশন বেঞ্চ ৷ নরেশ শর্মা নামে ওই ব্যক্তিকে দু’হাজার টাকা জরিমানাও করেছে আদালত ৷ অনাদায়ে ওই ব্যক্তিকে আরও সাতদিন জেলে থাকতে হবে বলে আদালতের নির্দেশ ৷
উল্লেখ্য, নরেশ শর্মা দিল্লি হাইকোর্টের এক বিচারপতিকে চোর বলেছিলেন ৷ তিনি দিল্লি হাইকোর্টের কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন ৷ তাঁর দাবি ছিল, দিল্লি হাইকোর্ট অপরাধমূলক পরিস্থিতিকে আরও জটিল করার সাথে জড়িত ৷ তাঁর একটি আবেদন খারিজ হয়ে যাওয়ায় এক বিচারপতিকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবিও করেন তিনি ৷ এই নিয়ে গত অগস্ট থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অবমাননার মামলা শুরু হয় ৷