পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi High Court: স্মৃতি-কন্যার মানহানি ! কংগ্রেসের 3 নেতাকে সমন দিল্লি হাইকোর্টের

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) রুজু করা মামলার প্রেক্ষিতে কংগ্রেসের তিন নেতানেত্রীর নামে সমন জারি করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ সমন পেয়েছেন জয়রাম রমেশ (Jairam Ramesh), পবন খেরা (Pawan Khera) এবং নেত্তা ডিসুজা (Netta D'Souza) ৷

Delhi High Court issues summons three congress leaders on Smriti Irani defamation case
Delhi High Court: মন্ত্রিকন্যার মানহানি ! কংগ্রেসের তিন নেতাকে সমন আদালতের

By

Published : Jul 29, 2022, 2:28 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই: কংগ্রেসের তিন নেতানেত্রীর বিরুদ্ধে সমন জারি করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ এঁরা হলেন জয়রাম রমেশ (Jairam Ramesh), পবন খেরা (Pawan Khera) এবং নেত্তা ডিসুজা (Netta D'Souza) ৷ তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ তার প্রেক্ষিতেই এই সমন ৷

স্মৃতির দাবি, তাঁর এবং তাঁর 18 বছরের কলেজ পড়ুয়া মেয়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন কংগ্রেসের সংশ্লিষ্ট তিন নেতানেত্রী ৷ এর জন্য অভিযুক্তদের কাছ থেকে 2 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ হিসাবে দাবি করেছেন তিনি ৷ প্রসঙ্গত, গোয়ার একটি পানশালার মালিকানা নিয়ে এই বিবাদের সূত্রপাত ৷ কংগ্রেস নেতৃত্বের একাংশের অভিযোগ, বেআইনিভাবে ওই পানশালার মালিকানা কবজা করেছেন স্মৃতির মেয়ে জয়ীশ ইরানি (Zoish Irani) ৷ অন্যদিকে স্মৃতির দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি ৷ তিনি দু'দফায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন এবং প্রথম থেকেই ন্যাশনাল হেরাল্ড মামলা (National Herald Case) নিয়ে সরব হয়েছেন ৷ সেই কারণেই তাঁর মেয়েকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি ৷

আরও পড়ুন:Smriti Irani: 'আমার মেয়ে কোনও বেআইনি পানশালা চালায় না !' কংগ্রেসকে তোপ দেগে জবাব স্মৃতির

শুক্রবার স্মৃতির রুজু করা মামলাটি শুনানির জন্য ওঠে দিল্লি হাইকোর্টে ৷ বিচারপতি মিনি পুষ্করণ (Justice Mini Pushkarna) নির্দেশ দেন, এখনও পর্যন্ত অভিযুক্ত কংগ্রেস নেতারা স্মৃতি ইরানি ও তাঁর মেয়ের বিরুদ্ধে যেসমস্ত টুইট করেছেন, সেই সবকিছু মুছে ফেলতে হবে ৷ কিন্তু, অভিযুক্তরা যদি 24 ঘণ্টার মধ্য়ে আদালতের এই নির্দেশ না মানেন, তাহলে টুইটার কর্তৃপক্ষকেই সংশ্লিষ্ট টুইটগুলি সরিয়ে ফেলতে হবে ৷ ঠিক একইভাবে ফেসবুক বা ইউটিউবেও যদি এমন কোনও পোস্ট থেকে থাকে, সেগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে হবে ৷

প্রসঙ্গত, স্মৃতি ইরানিকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয় ৷ এর আগে বহুবার তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ আর এ বার বিতর্কে জড়িয়ে পড়লেন তাঁর মেয়েও ৷

ABOUT THE AUTHOR

...view details