পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির চাহিদা না মিটিয়ে অন্য রাজ্যকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নয়, একটি সংস্থাকে নির্দেশ হাই কোর্টের

ওই সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লির কেজরিওয়াল সরকার৷ কেজরিওয়ালের সরকারের অভিযোগ ছিল যে ওই সংস্থা দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার সরাবরাহ বন্ধ করে দিয়েছে ৷ বদলে তা অন্য রাজ্যগুলিতে পাঠাচ্ছে ৷

দিল্লির চাহিদা না মিটিয়ে অন্য রাজ্যকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নয়, একটি সংস্থাকে নির্দেশ হাই কোর্টের
দিল্লির চাহিদা না মিটিয়ে অন্য রাজ্যকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ নয়, একটি সংস্থাকে নির্দেশ হাই কোর্টের

By

Published : Apr 19, 2021, 5:23 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল : করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট ৷ আদালতের নির্দেশ, দিল্লি থেকে অন্য রাজ্যে পাঠানো যাবে না অক্সিজেন সিলিন্ডার ৷ দিল্লির একটি সংস্থাকে এই নির্দেশ দিয়েছে আদালত ৷

ওই সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লির কেজরিওয়াল সরকার৷ কেজরিওয়ালের সরকারের অভিযোগ ছিল যে ওই সংস্থা দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার সরাবরাহ বন্ধ করে দিয়েছে ৷ বদলে তা অন্য রাজ্যগুলিতে পাঠাচ্ছে ৷

করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ গোটা দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ হয়ে উঠেছে ৷ দিল্লির পরিস্থিতি বেশ খারাপ ৷ সেখানে ইতিমধ্যে সাতদিনের লকডাউন জারি করা হয়েছে ৷ অক্সিজেন সিলিন্ডারের চাহিদাও ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷

আরও পড়ুন :দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?

এই পরিস্থিতিতে একটি সংস্থার সঙ্গে দিল্লির কেজরিওয়াল সরকারের এই টানাপোড়েন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ৷ যদিও আদালতে কেজরিওয়াল সরকারের তরফে কোন রাজ্যে ওই সংস্থা অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছে, তা অবশ্য উল্লেখ করা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details