নয়াদিল্লি, 19 এপ্রিল : করোনা পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট ৷ আদালতের নির্দেশ, দিল্লি থেকে অন্য রাজ্যে পাঠানো যাবে না অক্সিজেন সিলিন্ডার ৷ দিল্লির একটি সংস্থাকে এই নির্দেশ দিয়েছে আদালত ৷
ওই সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লির কেজরিওয়াল সরকার৷ কেজরিওয়ালের সরকারের অভিযোগ ছিল যে ওই সংস্থা দিল্লিতে অক্সিজেন সিলিন্ডার সরাবরাহ বন্ধ করে দিয়েছে ৷ বদলে তা অন্য রাজ্যগুলিতে পাঠাচ্ছে ৷
করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ গোটা দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ হয়ে উঠেছে ৷ দিল্লির পরিস্থিতি বেশ খারাপ ৷ সেখানে ইতিমধ্যে সাতদিনের লকডাউন জারি করা হয়েছে ৷ অক্সিজেন সিলিন্ডারের চাহিদাও ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে ৷
আরও পড়ুন :দিল্লিতে 6 দিনের লকডাউন: কোনটা খোলা, কোনটা বন্ধ ?
এই পরিস্থিতিতে একটি সংস্থার সঙ্গে দিল্লির কেজরিওয়াল সরকারের এই টানাপোড়েন যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ৷ যদিও আদালতে কেজরিওয়াল সরকারের তরফে কোন রাজ্যে ওই সংস্থা অক্সিজেন সিলিন্ডার পাঠাচ্ছে, তা অবশ্য উল্লেখ করা হয়নি ৷