পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র দিল্লি সরকারের - Home Delivery

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে রাজ্যে রাজ্যে লকডাউন চলছে ৷ মদের দোকান বন্ধ ৷ কিছু কিছু রাজ্যে মদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ৷ এবার দিল্লিতেও সেই ব্যবস্থা চালু হল ৷

delhi government grants alcohol home delivery
মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র দিল্লি সরকারের

By

Published : Jun 1, 2021, 1:26 PM IST

নয়াদিল্লি, 1 জুন : এবার মদের হোম ডেলিভারি করা যাবে দিল্লিতে ৷ মঙ্গলবার দিল্লি সরকার এই অনুমতি দিল ৷ মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে দিল্লিতে করা যাবে মদের হোম ডেলিভারি ৷ এর জন্য আবগারি আইনে প্রয়োজনীয় সংশোধনও করেছে দিল্লির সরকার ৷

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে দেশের বিভিন্ন রাজ্যে লকডাউন চলছে ৷ এর জন্য মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ফলে সমস্যায় পড়েছেন সুরাসক্তরা ৷ তবে কিছু কিছু রাজ্যে মদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ৷ এবার দিল্লিতেও সেই ব্যবস্থা চালু হল ৷

এবার থেকে সেখানেও ঘরে বসেই পছন্দের মদের ব্র্যান্ড অর্ডার দেওয়া যাবে ৷ তবে এর জন্য কিছু শর্ত রাখা হয়েছে দিল্লির সরকারের তরফে ৷ সেখানে জানানো হয়েছে যে কোনও হস্টেল, অফিস বা প্রতিষ্ঠানে মদের হোম ডেলিভারি দেওয়া যাবে না ৷

আরও পড়ুন :উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠকে বিজেপি

তাছাড়া ওই শর্তে উল্লেখ করা হয়েছে যে সব দোকান এর আওতায় আসছে না ৷ যে সমস্ত দোকানের এল-13 লাইসেন্স রয়েছে, তারাই মদের হোম ডেলিভারি করতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details