নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: স্ত্রীকে তিন তালাক (Triple Talaq) দেওয়ার অভিযোগে বছর 40-এর এক চিকিৎসককে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police) ৷ বেঙ্গালুরু বিমানবন্দর (Bengaluru Airport) থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তিনি তখন ওই বিমানবন্দর দিয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করছিলেন । পুলিশ জানিয়েছে, 2022 সালের 13 অক্টোবর ঘটনাটি ঘটে ৷ তার পর বছর 36-এর ওই মহিলা দিল্লির কল্যাণপুরী থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ৷
2017 সালের অগস্টে সুপ্রিম কোর্ট (Supreme Court) তিন তালাক নিষিদ্ধ করে দেয় ভারতে ৷ তার পর দ্য মুসলিম ওমেন (প্রটেকশন অফ রাইটস অন ম্যারেজ) অ্যাক্ট, 2019 বলবৎ করে কেন্দ্রীয় সরকার ৷ ওই আইন অনুযায়ী, স্ত্রীকে তিন তালাক দেওয়া শাস্তিযোগ্য অপরাধ ৷ ফলে এই পদ্ধতিতে বিবাহ বিচ্ছেদ (Divorce) করা এখন এই দেশে বেআইনি ৷
তিন তালাক নিষিদ্ধ করার নতুন আইনে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া কাউকে জরিমানা ছাড়াও তিন বছর পর্যন্ত সাজা দেওয়ার ব্য়বস্থাও রয়েছে । বেশ কয়েকটি মুসলিম সংস্থা আইনে প্রত্যাহার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ৷ তাদের দাবি, এই আইন তাদের সম্প্রদায়ের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে । অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)-ও এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছে ।