পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Doctor Arrested in Triple Talaq Case: স্ত্রীকে তিন তালাক দেওয়ায় অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার - অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড

স্ত্রী তিন তালাক দেওয়ায় অভিযুক্ত দিল্লির চিকিৎসক (Delhi doctor Allegedly gives Triple Talaq) ৷ বেঙ্গালুরু বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ গত অক্টোবর তিন তালাক দেওয়ার ঘটনাটি ঘটে ৷

Triple Talaq
Triple Talaq

By

Published : Feb 13, 2023, 12:28 PM IST

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: স্ত্রীকে তিন তালাক (Triple Talaq) দেওয়ার অভিযোগে বছর 40-এর এক চিকিৎসককে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police) ৷ বেঙ্গালুরু বিমানবন্দর (Bengaluru Airport) থেকে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তিনি তখন ওই বিমানবন্দর দিয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করছিলেন । পুলিশ জানিয়েছে, 2022 সালের 13 অক্টোবর ঘটনাটি ঘটে ৷ তার পর বছর 36-এর ওই মহিলা দিল্লির কল্যাণপুরী থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ ৷

2017 সালের অগস্টে সুপ্রিম কোর্ট (Supreme Court) তিন তালাক নিষিদ্ধ করে দেয় ভারতে ৷ তার পর দ্য মুসলিম ওমেন (প্রটেকশন অফ রাইটস অন ম্যারেজ) অ্যাক্ট, 2019 বলবৎ করে কেন্দ্রীয় সরকার ৷ ওই আইন অনুযায়ী, স্ত্রীকে তিন তালাক দেওয়া শাস্তিযোগ্য অপরাধ ৷ ফলে এই পদ্ধতিতে বিবাহ বিচ্ছেদ (Divorce) করা এখন এই দেশে বেআইনি ৷

তিন তালাক নিষিদ্ধ করার নতুন আইনে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া কাউকে জরিমানা ছাড়াও তিন বছর পর্যন্ত সাজা দেওয়ার ব্য়বস্থাও রয়েছে । বেশ কয়েকটি মুসলিম সংস্থা আইনে প্রত্যাহার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ৷ তাদের দাবি, এই আইন তাদের সম্প্রদায়ের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছে । অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)-ও এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছে ।

যদিও আইন প্রণয়ন হয়ে যাওয়ার পরও তিন তালাকের একাধিক ঘটনা সামনে এসেছে ৷ 2022 সালের অগস্টেই এমন একটি ঘটনা সামনে আসে ৷ সেই ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশে ৷ এক মহিলা দাবি করেছিলেন যে বিয়ের পরও তাঁকে পণের জন্য শ্বশুরবাড়ির লোক চাপ দিচ্ছিল ৷ তাঁর বাপের বাড়ির তরফে সেই দাবি মেটানো সম্ভব হয়নি ৷ তাই তাঁর স্বামী তাঁকে তিন তালাক দিন ৷ পরে তিনি স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন ৷

অন্য একটি ঘটনা আবার ঘটেছিল উত্তরাখণ্ডের নৈনিতালে ৷ সেই ঘটনাটি ঘটে 2019 সালের ফেব্রুয়ারি মাসে ৷ নৈনিতালের বাঙালি কলোনির বাসিন্দা এক মহিলা অভিযোগ করেন, 14 বছরের বিবাহিত জীবন কাটানোর পর তাঁর স্বামী তাঁকে তিন তালাক দিয়েছেন ৷ তাঁর স্বামী পরকীয়ায় (Extra Marital Affairs) লিপ্ত ৷ তার প্রতিবাদ করাতে প্রথমে তাঁকে মারধর করা হত ৷ শেষে তিনি বাপের বাড়ি চলে যান ৷ তখনই তাঁকে তিন তালাক দেন স্বামী ৷ ওই মহিলাও এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ৷

আরও পড়ুন:পরকীয়ায় আপত্তি স্ত্রীর, তিন তালাক দিয়ে মামলার মুখে স্বামী

ABOUT THE AUTHOR

...view details