পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেজরিওয়ালের টুইটের সমালোচনায় সিঙ্গাপুর সরকার, ড্যামেজ কন্ট্রোলে নামল বিদেশমন্ত্রক - singapore variant

সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনারকে ডেকে অরবিন্দ কেজরিওয়ালের করা টুইট নিয়ে প্রবল আপত্তি জানানো হয় ৷ যার পরিপ্রেক্ষিতেই এদিন বিদেশমন্ত্রকের তরফে অরবিন্দ কেজরিওয়ালের টুইটের পাল্টা সমালোচনা করা হয়েছে ৷

delhi-cm-does-not-speak-for-india-mea-on-kejriwals-singapore-variant-tweet
কেজরিওয়ালের টুইটের সমালোচনায় সিঙ্গাপুর সরকার, ড্যামেজ কন্ট্রোলে নামল বিদেশমন্ত্রক

By

Published : May 19, 2021, 10:10 PM IST

নয়াদিল্লি, 19 মে : করোনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইটের সমালোচনা করল বিদেশমন্ত্রক ৷ তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের হয়ে কথা বলছেন না ৷ প্রসঙ্গত, সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনারকে ডেকে অরবিন্দ কেজরিওয়ালের করা টুইট নিয়ে প্রবল আপত্তি জানানো হয় ৷ যার পরিপ্রেক্ষিতেই এদিন বিদেশমন্ত্রকের তরফে অরবিন্দ কেজরিওয়ালের টুইটের পাল্টা সমালোচনা করা হয়েছে ৷

গতকাল অরবিন্দ কেজরিওয়াল একটি টুইট করে কেন্দ্রের কাছে আর্জি জানান, যাতে সিঙ্গাপুর সঙ্গে ভারতের অসামরিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ কারণ করোনার যে সিঙ্গাপুরের ভ্য়ারিয়েন্ট ধরা পড়েছে, তা ভারতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে ৷ যার পরেই সিঙ্গাপুর সরকারের তরফে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে ডেকে, অরবিন্দ কেজরিওয়ালের টুইট নিয়ে প্রবল আপত্তি জানানো হয় ৷

আরও পড়ুন : বাঁচবে না ব্যবসায়ীরা, দোকান খুলতে দেওয়ার আর্জি কেজরিওয়াল সরকারকে

সিঙ্গাপুর সরকারের এই প্রতিক্রিয়ার পরেই নড়চড়ে বসে বিদেশমন্ত্রক ৷ মন্ত্রকের তরফে মুখপাত্র অরিন্দম বাগচী একটি টুইট করে লেখেন, ‘‘সিঙ্গাপুর সরকার আজ আমাদের হাইকমিশনারকে তলব করে, দিল্লির মুখ্যমন্ত্রীর ‘সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট’ টুইটের প্রতিবাদে কড়া বার্তা দিয়েছে ৷ হাইকমিশনার স্পষ্টতই জানিয়েছেন যে, দিল্লির মুখ্যমন্ত্রীর কোনও অধিকার নেই করোনার ভ্য়ারিয়েন্ট ঘোষণা করার বা বিদেশনীতি নির্ধারণ করার ৷ তাই আমি স্পষ্ট করে দিতে চাই, দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের হয়ে কথা বলেননি৷’’

বিদেশমন্ত্রী এবং বিদেশমন্ত্রকের করা টুইট

আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে 50 হাজার আর্থিক সাহায্য, পেনশন সহ একাধিক ঘোষণা কেজরিওয়ালের

এখানেই থামেনি বিদেশমন্ত্রক ৷ পরবর্তী সময়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি টুইট করে লেখেন, ‘‘করোনা মোকাবিলায় ভারত এবং সিঙ্গাপুরের সম্পর্ক খুবই মজবুত ৷ লজিস্টিক হাব এবং অক্সিজেন সরবরাহের জন্য সিঙ্গাপুরের ভূমিকা প্রশংসনীয়৷’’

ABOUT THE AUTHOR

...view details