নয়াদিল্লি, 19 মে : করোনার সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইটের সমালোচনা করল বিদেশমন্ত্রক ৷ তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, দিল্লির মুখ্যমন্ত্রী ভারতের হয়ে কথা বলছেন না ৷ প্রসঙ্গত, সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনারকে ডেকে অরবিন্দ কেজরিওয়ালের করা টুইট নিয়ে প্রবল আপত্তি জানানো হয় ৷ যার পরিপ্রেক্ষিতেই এদিন বিদেশমন্ত্রকের তরফে অরবিন্দ কেজরিওয়ালের টুইটের পাল্টা সমালোচনা করা হয়েছে ৷
গতকাল অরবিন্দ কেজরিওয়াল একটি টুইট করে কেন্দ্রের কাছে আর্জি জানান, যাতে সিঙ্গাপুর সঙ্গে ভারতের অসামরিক বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ কারণ করোনার যে সিঙ্গাপুরের ভ্য়ারিয়েন্ট ধরা পড়েছে, তা ভারতে করোনার তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে ৷ যার পরেই সিঙ্গাপুর সরকারের তরফে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিকে ডেকে, অরবিন্দ কেজরিওয়ালের টুইট নিয়ে প্রবল আপত্তি জানানো হয় ৷
আরও পড়ুন : বাঁচবে না ব্যবসায়ীরা, দোকান খুলতে দেওয়ার আর্জি কেজরিওয়াল সরকারকে