পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Shocker: ধাক্কায় উড়ে গিয়ে গাড়ির ছাদে বাইক আরোহী, ওভাবেই 3 কিমি টেনে নিয়ে গেল চালক - বাইকে গাড়ির ধাক্কা

গাড়ির ধাক্কা লাগার পর বাইর আরোহীর দেহ উড়ে গিয়ে পড়েছিল ঘাতক গাড়ির ছাদে ৷ গাড়ি না থামিয়ে সেই অবস্থাতেই 3 কিলোমিটার পথ টেনে নিয়ে গেল গাড়ির চালক ৷

Delhi Shocker
বাইকে গাড়ির ধাক্কা

By

Published : May 3, 2023, 7:51 PM IST

নয়াদিল্লি, 3 মে: আবারও এক মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী জাতীয় রাজধানী ৷ এ বার কস্তুরবা গান্ধি মার্গে একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হল 30 বছর বয়সি এক বাইকআরোহীর ৷ তাঁর দেহটি ছিটকে পড়ে গাড়ির ছাদে ৷ তাই নিয়েই প্রায় 3 কিলোমিটার পথ চলল সেই গাড়ি ৷ বুধবার পুলিশ এই খবর জানিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে 29 এপ্রিল রাতে ৷ এসইউভি গাড়িটি (মাহিন্দ্রা XUV500) একটি বাইককে ধাক্কা মারে বলে অভিযোগ ৷ সেই বাইকে ছিলেন দীপাংশু ভার্মা এবং তাঁর তুতো ভাই মুকুল ভার্মা (20) ৷ তীব্র সংঘর্ষের প্রভাবে দীপাংশু হাওয়ায় উড়ে গাড়ির ছাদে গিয়ে পড়েন ৷ আর মুকুল রাস্তায় পড়ে যান বলে জানিয়েছে শীর্ষ এক পুলিশ আধিকারিক ৷ তবে এতকিছু হয়ে যাওয়ার পরও অভিযুক্তরা গাড়ি থামাননি বলে অভিযোগ ৷ দীপাংশু ছাদের উপরে থাকা অবস্থাতেই গাড়িটি প্রায় 3 কিলোমিটার পথ ছুটতে থাকে বলে অভিযোগ ৷ এরপর ওই যুবককে রাস্তার উপর ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালায় চালক ।

পুলিশ জানিয়েছে, দিল্লির কস্তুরবা গান্ধি মার্গ এবং টলস্টয় মার্গের সংযোগস্থলে এই হিট অ্যান্ড রানের ঘটনা ঘটেছে । একজন প্রত্যক্ষদর্শী তাঁর স্কুটারে গাড়িটিকে অনুসরণ করেন ৷ গাড়ির ছাদে পড়ে থাকা দীপাংশুর দেহের ভিডিয়ো রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে । প্রত্যক্ষদর্শীরা হর্ন দিয়ে, চিৎকার করে চালককে সতর্ক করার চেষ্টা করলেও গাড়ি থামেনি বলে অভিযোগ ।

দুই বাইক আরোহীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ যদিও দীপাংশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মুকুলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন ওই পুলিশকর্তা ৷ অভিযুক্ত চালক হরনিত সিং চাওলাকে রবিবার গ্রেফতার করা হয়েছে ৷ ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

20 বছরের অঞ্জলি সিং-এর মৃত্যুর কয়েক মাস পরেই ফের একই রকম ঘটনা ঘটল দিল্লিতে ৷ চলতি বছরের জানুয়ারিতে একটি গাড়ি অঞ্জলির স্কুটারকে ধাক্কা দেওয়ার পরে, গাড়ির চাকার সঙ্গে আটকে যাওয়া তাঁর দেহটি প্রায় চার কিলোমিটার টেনে নিয়ে গিয়েছিল চালক ।

আরও পড়ুন:রিকশাচালককে 200 মিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়ি, গ্রেফতার অভিযুক্ত চালক

ABOUT THE AUTHOR

...view details