পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Defibrillators Installed in Chennai: রাস্তায় বসল 'ডিফিব্রিলেটর', হৃদরোগের চিকিৎসায় মিলবে বাড়তি সময়

মৃত্যুর মুখ থেকে রোগীদের ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল চেন্নাই । শহরের রাস্তায় বসল বিশেষ যন্ত্র । হৃদযন্ত্রের ক্রিয়া আচমকা বন্ধ হয়ে গেলে এই যন্ত্রের সাহায্যে তা ফের স্বাভাবিক করা যাবে । এর ফলে রোগীর চিকিৎসার জন্য কিছুটা অতিরিক্ত সময় মিলবে (Defibrillators Installed in the traffic signal of Chennai)

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 13, 2023, 9:00 AM IST

চেন্নাই, 13 জানুয়ারি: "বিপদ কখনও বলে আসে না ।" অতএব বিপদে পড়ে গেলে রক্ষা পাওয়ার সম্ভবনা কমেও যেতে পারে । তাই আগে থেকে সাবধন হওয়াই বুদ্ধিমানের কাজ । আগাম বিপদ আঁচ করে মানুষের জীবন বাঁচাতে বড় পদক্ষেপ করল চেন্নাইয়ের তামবপরাম পৌরনিগম এবং স্থানীয় পুলিশ । বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে শহরের রাস্তায় বসানো হল 'ডিফিব্রিলেটর । আচমকা কেউ হৃদরোগে আক্রান্ত হলে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়া কিছুটা সময়ের জন্য স্বাভাবিক করে দেবে এই যন্ত্র (Defibrillators installed in Chennai traffic signals) ।

বড়সড় পথদুর্ঘটনা ঘটলে রোগীকে বাঁচানোর জন্য হাতে খুব বেশি সময় থাকে না । সেখানেই কার্যকরি ভূমিকা নেবে এই যন্ত্র (Doctors think this machine will play crucial role in days to come )। একটি হিসেব বলছে, দুর্ঘটনার পর কোনও রোগীর যদি জীবিত থাকার সম্ভবনা 30 শতাংশ বা তার চেয়েও কম হয় সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই যন্ত্র । রোগীর হৃদযন্ত্রকে বাইরে থেকে স্বাভাবিক হওয়ার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে ।

আরও পড়ুন: উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের লাগাতার ধরনা, আজ জম্মু যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

রাস্তায় ধরনের বন্দোবস্ত প্রথম হলেও চেন্নাইতে এই ধরনের উদ্যোগ প্রথম নয়। বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেল স্টেশনে বন্দোবস্ত ছিল আগে থেকেই । এবার রাস্তাতেও বসল যন্ত্র । শহরের যানবাহন কোন রাস্তা দিয়ে অধীক চলাচল করে এবং ঠিক কোন কোন এলাকা দুর্ঘটনাপ্রবণ সেটা মাথায় রেখেই জায়গা নির্বাচন করা হয়েছে । এরপর আরও কয়েকটি জায়গায় এই ধরনের মেশিন বসানোর ভাবনা রয়েছে প্রশাসনের ।

চিকিৎসকদের একটা বড় অংশ মনে করছে, এই ধরনের যন্ত্র মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে রোগীদের সাহায্য করতে পারে । তবে এটির ব্যবহার থেকে শুরু করে অন্য বিষয়েও সচেতনা বৃদ্ধির প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে । মেশিন কীভাবে ব্যবহার করতে হবে তা শুক্রবার হাতে কলমে দেখানো হয় । পাশাপাশি সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়েও সচেতনা বৃদ্ধির কাজ হবে ।

ABOUT THE AUTHOR

...view details