দিল্লি , 9 ফেব্রুয়ারি : অভিনেতা দীপ সিধুকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার সকালে গ্রেফতার করেছেন তাঁকে । তাঁর বিরুদ্ধে 26 জানুয়ারি কৃষকদের ট্র্যাকটর র্যালি চলাকালীন লালকেল্লায় হিংসার ছড়ানোর অভিযোগ ওঠে । দীপ ও তাঁর তিন সঙ্গীর খবর দিলে 1 লাখ টাকা পুরষ্কারের ঘোষণা করেছিল দিল্লি পুলিশ ।
সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার গম্বুজে পতাকা লাগানোর ঘটনায় প্রথম থেকেই অভিযোগ ওঠে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে ৷ তবে শুধু দীপ নয়, শোনা যায় গ্যাংস্টার লাক্কা সাদনাও এই ঘটনার সঙ্গে জড়িত ৷ দু'জনের নাম দিল্লি পুলিশের এফআইআর-এ দায়ের হয় । 26 জানুয়ারির আগে থেকেই বিভিন্ন ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ৷
অন্যদিকে আন্দোলনরত কৃষকরা দীপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে । কৃষক নেতারা দীপের বিজেপি যোগেরও সওয়াল করেন । এর মধ্যে দীপের একের পর এক ছবি সামনে আসে । সানি দেওলের প্রচারসঙ্গী হিসেবেও দেখা যায় সিধুকে । ইউটিউবার ধ্রুব রাঠী, সানি দেওয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সিধু একটি ছবি পোস্ট করেন । এদিকে আরেকটি ছবিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে রয়েছেন দীপ সিধু ।