পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গ্রেপ্তার সাধারণতন্ত্র দিবসে লালকেল্লা তাণ্ডবের 'মূল চক্রী' দীপ সিধু - Deep Sidhu

পুলিশের জালে পঞ্জাবি অভিনেতা দীপ সিধু । দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে তাঁকে । সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় পতাকা লাগানোর ঘটনায় প্রথম থেকেই অভিযোগ ওঠে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে ৷ আন্দোলনরত কৃষকরা দীপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে ।

DEEP
DEEP

By

Published : Feb 9, 2021, 9:51 AM IST

Updated : Feb 9, 2021, 10:53 AM IST

দিল্লি , 9 ফেব্রুয়ারি : অভিনেতা দীপ সিধুকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ । দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার সকালে গ্রেফতার করেছেন তাঁকে । তাঁর বিরুদ্ধে 26 জানুয়ারি কৃষকদের ট্র্যাকটর র্যালি চলাকালীন লালকেল্লায় হিংসার ছড়ানোর অভিযোগ ওঠে । দীপ ও তাঁর তিন সঙ্গীর খবর দিলে 1 লাখ টাকা পুরষ্কারের ঘোষণা করেছিল দিল্লি পুলিশ ।

সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার গম্বুজে পতাকা লাগানোর ঘটনায় প্রথম থেকেই অভিযোগ ওঠে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে ৷ তবে শুধু দীপ নয়, শোনা যায় গ্যাংস্টার লাক্কা সাদনাও এই ঘটনার সঙ্গে জড়িত ৷ দু'জনের নাম দিল্লি পুলিশের এফআইআর-এ দায়ের হয় । 26 জানুয়ারির আগে থেকেই বিভিন্ন ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে ৷

অন্যদিকে আন্দোলনরত কৃষকরা দীপের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে । কৃষক নেতারা দীপের বিজেপি যোগেরও সওয়াল করেন । এর মধ্যে দীপের একের পর এক ছবি সামনে আসে । সানি দেওলের প্রচারসঙ্গী হিসেবেও দেখা যায় সিধুকে । ইউটিউবার ধ্রুব রাঠী, সানি দেওয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সিধু একটি ছবি পোস্ট করেন । এদিকে আরেকটি ছবিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে রয়েছেন দীপ সিধু ।

আরও পড়ুন : ভিডিয়ো-সেলফি তুলতে জীবনের ঝুঁকি, কী বলছেন মনোবিদরা

গত বছর কৃষক আন্দোলনে শামিল হন সিধু । 2020 সালের 25 সেপ্টেম্বর দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষি আইনবিরোধী বিক্ষোভে অনেক শিল্পী, সংস্কৃতি কর্মীরা শামিল হন । ওই বিক্ষোভে কৃষকদের সঙ্গে ধর্নায় বসেন সিধুও।

আরও পড়ুন : বিজেপির চাপে টুইট সচিন, লতাদের? তদন্ত করবে মহারাষ্ট্র সরকার

এদিকে বিতর্কের মাঝেই মুখ খুলেছিলেন অভিনেতা দীপ সিধু ৷ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করে একাধিক সাফাই দিয়ে ফেসবুকে ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ বলেন, "আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে ৷ কিন্তু আমি শুধু আন্দোলনে যোগ দিয়েছিলাম ৷ একজন মানুষের পক্ষে লাখ লাখ কৃষককে উসকানো দেওয়া সম্ভব নয় ৷" তিনি আরও বলেন, "জাতীয় পতাকার মর্যাদা ক্ষুন্ন হয়নি ৷ জাতীয় পতাকার নিচে নিশান সাহিব লাগানো হয় ৷ "

Last Updated : Feb 9, 2021, 10:53 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details