দান্তেওয়াড়া, 20 সেপ্টেম্বর:দান্তেওয়াড়ায় এনকাউন্টারে মৃত্যু হল দুই জন মহিলা মাওবাদীর ৷ নাহারি ও ছোটে হিড়মার জঙ্গলে পুলিশ ও মাওবাদীদের মধ্যে চলে তীব্র গুলি বিনিময় ৷ মাওবাদীদের শীর্ষ নেতাদের উপস্থিতির খবর পেয়ে ডিআরজি এবং বস্তার ফাইটারদের যৌথ বাহিনী অভিযান চালায় ৷ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেললে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় মাওবাদীরা ৷ পালটা গুলি ছোড়ে বাহিনীও ৷ দু পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলি বিনিময় ৷ এই এনকাউন্টারে বিরাট সাফল্য অর্জন করেন নিরাপত্তা রক্ষীরা । দুই মহিলা মাওবাদীর মৃত্যু হওয়ার পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্রও ৷
2 মহিলা মাওবাদী নিহত: দান্তেওয়াড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরকে বর্মন বলেন যে, আরানপুর থানা থেকে ডিআরজি এবং বস্তার যোদ্ধাদের একটি যৌথ দলকে দান্তেওয়াড়া এবং সুকমা সীমান্তে পাঠানো হয় । নাহারি, ছোটে হিড়মা, ডুঙ্গিনপাড়ার জঙ্গলে মাওবাদীদের শীর্ষ নেতাদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল । এই তথ্যের ভিত্তিতে, একটি বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে সেনাদের ওই এলাকায় পাঠানো হয় ।