বেঙ্গালুরু, 8 জানুয়ারি: বাবা-মাকে দেখাশোনা না করে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া ঘটনা বাড়ছে শহরজুড়ে ৷ এই অবস্থায় 80 বছর বয়সি এক বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে দিয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া পদক্ষেপ করল বেঙ্গালুরু পুলিশ ৷ অভিযুক্ত ছেলে মেয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷
আদালতের নির্দেশ অনুযায়ী সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দ এই ঘটনায় ফৌজদারি মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন ৷ যারা বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাচ্ছে সেইসব সন্তানদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ পুলিশ সেই কারণে শহরের বৃদ্ধাশ্রমগুলির উপর নজরদারি শুরু করেছে ৷
2 জানুয়ারি 20 বছরের এক বৃদ্ধাকে রাস্তার ধারে ফেলে দিয়ে যায় তাঁর মেয়ে ও জামাই ৷ বিষয়টি প্রকাশ্যে আসে 6 জানুয়ারি শনিবার ৷ বেঙ্গালুরুর আনেকাল গ্রামাঞ্চলের রাস্তার পাশে বৃদ্ধাকে ফেলে দেওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে ৷ সারারাত রাস্তার ধারে আবর্জনার মতো পড়ে থাকা বৃদ্ধাকে দেখে স্থানীয়রা উদ্ধার করে এলাকারই একটি বৃদ্ধাশ্রমে ভর্তি করে ৷
বৃদ্ধাকে বিষয়টি জিজ্ঞাসা করতেই তিনি জানান, তাঁর নিজের মেয়ে ও জামাই তাঁকে মারধর করে গাড়িতে তুলে এনে এখানে রেখে যায় ৷ কাঁদতে কাঁদতে বৃদ্ধা জানিয়েছিলেন তিনি আর কখনও তাঁর মেয়ের কাছে ফিরতে চান না ৷ আর এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার ভবিষ্যতে বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হলে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন ৷