নয়াদিল্লি, 17 জুন : ডেল্টা স্ট্রেনে কোনও করোনা টিকা কার্যকর তা নিয়ে নানা তথ্য উঠে আসছিল ৷ এবার কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজ ডেল্টা স্ট্রেনেও কার্যকর বলে জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের প্রধান চিকিৎসক এনকে অরোরা ৷ তিনি আরও জানিয়েছেন , এটি প্রায় 61 শতাংশ কার্যকর সংক্রমণ রুখতে ৷ সম্প্রতি ভারতীয় গবেষণাতেও সেই তথ্য উঠে এসেছে ৷ জাতীয় করোনা টিকা প্রতিরোধ অনুষ্ঠান শুরু করা হয় 4 সপ্তাহ আগে ৷ ইংল্যান্ডে কোভিশিল্ড টিকার ব্যবহার বাড়িয়ে 12 সপ্তাহ করা হয় ।
যদিও কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজের ব্যবহারের বিষয়ে ইংল্যান্ডের দেওয়া এই তথ্য স্ট্যাটিস্টিক্যালি কতটা তথ্য সম্পর্কিত সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসক এনকে অরোরা ৷ যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ৬-৮ সপ্তাহ ব্যবধানে কোভিশিল্ড টিকা সঠিকভাবে কার্যকর হয় । যদিও কোভিড ওয়ার্কিং গ্রুপের সদস্যরা ইংল্যান্ডের 12 সপ্তাহের ফারাককেই মেনে চলতে চাইছে ।