নয়াদিল্লি, 1 এপ্রিল : গোটা এপ্রিল মাসজুড়েই চলবে করোনার টিকাকরণ ৷ এমনকি, সরকারি ছুটির দিনগুলিতেও এই প্রক্রিয়া বন্ধ করা হবে না ৷ সমস্ত সরকারি ও বেসরকারি কেন্দ্রে টিকা পাবেন সাধারণ মানুষ ৷ বৃহস্পতিবার একথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ ঘোষণার বাস্তবায়নে যাতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতে সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে নয়াদিল্লির তরফে ৷ দেশজুড়ে করোনার টিকাকরণে গতি আনতেই এই পদক্ষেপ বলে সূত্রের খবর ৷
পিআইবি-র তরফে একটি বিবৃতি প্রকাশ করে বৃহস্পতিবার জানানো হয়, 31 মার্চেই সবক’টি রাজ্য় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এবিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ টিকাকরণ কেন্দ্রগুলির ব্য়বহার বাড়িয়ে টিকাকরণে জোয়ার আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা ৷