পটনা, 15 জুন : সংক্রমণ কমছে ৷ এই অবস্থায় বিহারে করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করার কথা ঘোষণা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ নয়া নির্দেশ কার্যকর হচ্ছে 16 জুন থেকে ৷
নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, বুধবার থেকে সরকারি ও বেসরকারি অফিসে পূর্ণ সংখ্যক কর্মচারী কাজ করবে বিকেল পাঁচটা অবধি ৷ দোকান খোলা রাখা যাবে সন্ধে 6টা অবধি ৷ তবে রাত্রিকালীন কার্ফু জারি থাকছে রাত 8টা থেকে ভোর 5টা অবধি ৷
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার টুইট করেন, ‘করোন পরিস্থিতি পর্যালোচনা করে আগামী এক সপ্তাহ অর্থাৎ 16 জুন থেকে 22 জুন অবধি বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করা হল ৷’
আরও পড়ুন: করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল নীতীশ কুমারের
করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত রাজ্যে গত 5 মে সম্পূর্ণ লকডাউন জারি হয় ৷ এর পর সংক্রমণের কমার সঙ্গে সঙ্গে তা ধীর ধীরে শিথিল করা হচ্ছে ৷ সোমবারের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বিহারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 324 জন ৷