নয়ডা, 1 জুন : মঙ্গলবার থেকে একটি বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু হল নয়ডা ও গ্রেটার নয়ডায় ৷ যেখানে শিশু ও নাবালকদের অভিভাবকদের করোনার টিকা দেওয়া হল ৷ এদিন 12 বছর ও তার চেয়ে কম বয়সিদের বাবা-মা ও অভিভাবকদের টিকা দিল স্থানীয় প্রশাসন ৷ মহামারি থেকে ছোটদের সুরক্ষিত রাখতেই এই টিকাকরণ ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে বহু শিশু অনাথ হয়েছে ৷ অনেক ক্ষেত্রে বাবা বা মা, কিছু ক্ষেত্রে বাবা-মা উভয়ের মৃত্যু হয়েছে ৷ সর্বহারা হয়েছে সন্তান ৷ দিল্লিতেও এমন অসংখ্য ঘটনা ঘটে ৷ যার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অনাথ শিশুর আর্থিক ও শিক্ষা সংক্রান্ত সুরক্ষায় একাধিক ঘোষণা করেন ৷ এমন পরিস্থিতিতে অভিভাবকদের সুরক্ষিত করা জরুরি হয়ে উঠেছে ৷ এছাড়াও মহামারির দ্বিতীয় ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে, এমন আশঙ্কা করছেন দেবি শেঠি-সহ বহু বিশেষজ্ঞ চিকিৎসক ৷ এই কারণেই অভিভাবকদের টিকাকরণ শুরু করল নয়ডা প্রশাসন ৷