নয়া দিল্লি, 16 এপ্রিল: তাজমহল-সহ আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল বন্ধ থাকবে আগামী 15 মে পর্যন্ত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগাম ছাড়া সংক্রমণের কারণে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল টুইট করে জানান, ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় সব পর্যটনস্থল বন্ধ থাকবে ৷ প্রহ্লাদ পটেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংক্রান্ত নোটিসটিও টুইট করেন ৷ ওই নোটিসে লেখা হয়েছে, "করোনার বাড়তি সংক্রমণের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ ও পর্যটনস্থল আগামী 15 মে 2021 অবধি বন্ধ থাকবে ৷ ফের কবে পর্যটনস্থলগুলি খোলা হবে, তা পরবর্তী নোটিসে জানানো হবে ৷"