পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তাজ দর্শনে করোনার কোপ, বন্ধ অন্য স্মৃতিসৌধও - আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়া

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল টুইট করে জানান, ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় পর্যটনস্থল বন্ধ থাকবে 15 মে পর্যন্ত ৷

covid-19-surge-asi-monuments-closed-for-visitors-till-may-15
covid-19-surge-asi-monuments-closed-for-visitors-till-may-15

By

Published : Apr 16, 2021, 11:07 AM IST

Updated : Apr 16, 2021, 11:24 AM IST

নয়া দিল্লি, 16 এপ্রিল: তাজমহল-সহ আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ, যাদুঘর ও পর্যটনস্থল বন্ধ থাকবে আগামী 15 মে পর্যন্ত ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগাম ছাড়া সংক্রমণের কারণে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ৷

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ পটেল টুইট করে জানান, ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার যাবতীয় সব পর্যটনস্থল বন্ধ থাকবে ৷ প্রহ্লাদ পটেল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই সংক্রান্ত নোটিসটিও টুইট করেন ৷ ওই নোটিসে লেখা হয়েছে, "করোনার বাড়তি সংক্রমণের কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় স্মৃতিসৌধ ও পর্যটনস্থল আগামী 15 মে 2021 অবধি বন্ধ থাকবে ৷ ফের কবে পর্যটনস্থলগুলি খোলা হবে, তা পরবর্তী নোটিসে জানানো হবে ৷"

আরও পড়ুন: ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ

আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে দেশের 3 হাজার 693টি সৌধ ও 50টি যাদুঘর ৷ গতকাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র নীতিন ত্রিপাঠি জানান, পুরীর জগন্নাথ মন্দির, সোমনাথ মন্দিরের মতো সৌধগুলির ক্ষেত্রে নিত্য পুজো হলেও সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন না ৷

করোনা সংক্রমণের কারণে গত বছর 17 মার্চ বন্ধ হয়ে গিয়েছিল আর্কিওলজ়িকাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতাধীন যাবতীয় সৌধ ও পর্যটনস্থল ৷ স্বাস্থ্যবিধি মেনে ফের যা খুলেছিল জুলাইয়ের শুরুতে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের কোপ পড়ল পর্যটনস্থলগুলিতে ৷

Last Updated : Apr 16, 2021, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details