পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনা আক্রান্তদের সাহায্যে ব্যক্তিগত গাড়িকে অ্য়াম্বুলেন্স বানাল যুবক - অ্য়াম্বুলেন্স

করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে ব্যক্তিগত গাড়িকে জরুরি পরিষেবার জন্য ব্যবহার করছেন দিল্লির এক যুবক ৷ আইটি ফার্মে কর্মরত নাগিয়া নামের ওই যুবক গত এপ্রিল মাস থেকে এই পরিষেবা দেওয়া শুরু করেছে ৷

covid 19 situation the young man used his car as an ambulance in delhi
করোনা আক্রান্তদের সাহায্য করতে ব্যক্তিগত গাড়িকে অ্য়াম্বুলেন্স বানাল যুবক

By

Published : Jun 1, 2021, 6:38 PM IST

নয়াদিল্লি, 1 জুন : দিল্লির বাসিন্দা একটি আইটি ফার্মে কর্মরত যুবক নাগিয়া তাঁর গাড়িকে অ্যাম্বুলেন্সে পরিণত করেছেন ৷ করোনায় আক্রান্তদের হাসাপাতালে পৌঁছে দিতে এবং মানুষের কাছে জরুরি পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি ৷ গত এপ্রিল মাস থেকে নাগিয়া তাঁর ব্যক্তিগত গাড়িটিকে করোনা আক্রান্তদের সাহায্যের জন্য ব্য়বহার করছেন ৷

নাগিয়া জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত প্রায় 23 জন করোনা রোগীকে তিনি হাসপাতালে পৌঁছে দিয়েছেন ৷ প্রায় 1 মাস ধরে তিনি এই কাজ করছেন ৷ তাঁর গাড়িতে সব রকম জরুরি পরিষেবার ব্যবস্থা রয়েছে ৷ যেমন অক্সিজেন সিলিন্ডার, জরুরি ওষুধ, অক্সিমিটার, খাবার, জল এবং অক্সিজেন ক্য়ান ৷ তবে, নিজের এই গাড়িটিকে তিনি অ্যাম্বুলেন্স বলতে নারাজ ৷ এটিকে ‘এমার্জেন্সি রেসপন্স ভেহিক্য়াল’ নাম দিয়েছেন নাগিয়া ৷

প্রসঙ্গত, এই সম্পূর্ণটাই তিনি বিনামূল্য়ে করছেন ৷ তিনি কোনও অর্থের বিনিময়ে এ কাজ করছেন না ৷ এপ্রিল মাসে তিনি এক প্রতিবেশীকে অক্সিজেন সিলিন্ডার এনে দিয়েছিলেন ৷ সেই সময় মেডিকেল অক্সিজেন অভাব দেখা দিয়েছিল ৷ সবশেষে রজৌরি গার্ডেনের গুরুদ্বার থেকে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিয়েছিলেন ৷

আরও পড়ুন : সপ্তাহে 2-3 দিন ছুটি, রাতে 6-7 ঘণ্টা কাজ ; ডাক্তার-নার্সদের জন্য নয়া নির্দেশিকা

তবে, পূর্ব দিল্লির ওই গুরদ্বারে তিনি একাই অক্সিজেনের খোঁজ করছিলেন না ৷ সেখানে তাঁর মতো অনেকে অক্সিজেনের খোঁজে গিয়েছিলেন ৷ সেখানে শতাধিক মানুষ তাঁদের গাড়িতে অক্সিজেনের খালি সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে ছিলেন ৷ সেই দৃশ্য দেখার পরেই নিজের গাড়িটিকে জরুরি পরিষেবায় ব্যবহারের সিদ্ধান্ত নেন নাগিয়া ৷

ABOUT THE AUTHOR

...view details