পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালা থেকে আসা যাত্রীদের উপরও বিধিনিষেধ মহারাষ্ট্রের - বাস

কোরোনা ঠেকাতে মরিয়া মহারাষ্ট্র সরকার৷ এবার কেরালা থেকে আসা যাত্রীদের ক্ষেত্রেও জারি হল বিধিনিষেধ৷ এতদিন যা কার্যকর ছিল দিল্লি, গুজরাত, গোয়া এবং রাজস্থান থেকে আসা যাত্রীদের উপর৷

Covid-19: Maharashtra imposes restrictions on passengers arriving from Kerala
কোরোনা ঠেকাতে কেরালা থেকে আসা যাত্রীদের উপরেও বিধিনিষেধ মহারাষ্ট্রের

By

Published : Feb 11, 2021, 9:34 PM IST

মুম্বই, 11 ফেব্রুয়ারি : কোরোনার বাড়বাড়ন্ত ঠেকাতে এতদিন গুজরাত, গোয়া, রাজস্থান এবং দিল্লি থেকে আসা যাত্রীদের উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে মহারাষ্ট্র সরকার৷ এবার একই নিয়ম কার্যকর করা হল কেরালা থেকে আসা যাত্রীদের উপরেও৷

সংশ্লিষ্ট আধিকারিকরা এই প্রসঙ্গে জানান, এই মুহূর্তে কেরালায় কোভিড আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি৷ সক্রিয় কোরোনা রোগীদের 40 শতাংশই কেরালার৷ মহারাষ্ট্রের স্থান ঠিক এর পরেই৷ ভারতের মোট সক্রিয় রোগীর 24 শতাংশ এই রাজ্য়ের বাসিন্দা৷ এই পরিস্থিতিতে কোরোনায় রাশ টানতে মরিয়া উদ্ধব ঠাকরের সরকার৷

আরও পড়ুন:ফের বাড়ল দৈনিক সংক্রমণ

প্রসঙ্গত, কেরালা-সহ সংশ্লিষ্ট পাঁচটি রাজ্য় থেকে আসা বিমানযাত্রীদের বিমানে ওঠার 72 ঘণ্টা আগেই আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে৷ রিপোর্ট নেগেটিভ হলে একমাত্র তবেই মহারাষ্ট্রে ঢোকার অনুমতি পাবেন তাঁরা৷ যাঁরা এই নির্দেশ মানবেন না, তাঁদের বিমানবন্দরেই নিজেদের গাঁটের কড়ি খরচ করে পরীক্ষা করাতে হবে৷ একই নির্দেশিকা কার্যকর থাকছে রেল ও বাসযাত্রীদের ক্ষেত্রেও৷

ABOUT THE AUTHOR

...view details