পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়বে ইমিউনিটি, আগামী এক দশকে প্রকোপ কমবে করোনার - কোভিড ভাইরাস

আগামী দিনে কোভিডে আক্রান্ত হলেও সর্দি, কাশির থেকে বেশি কিছু হবে না ৷ করোনা আক্রান্তদের উপর সমীক্ষা চালিয়েই এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা ৷ তাঁদের মতে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে গোষ্ঠীবদ্ধভাবে ইমিউনিটিও বাড়বে ৷ আর সেই কারণেই দুর্বল হবে করোনা ৷ তবে এর জন্য এখনও প্রায় 10 বছর অপেক্ষা করতে হবে ৷

COVID-19 could become like common cold in future, study suggests
বাড়বে ইমিউনিটি, আগামী এক দশকে প্রকোপ কমবে করোনার

By

Published : May 21, 2021, 7:34 PM IST

নয়াদিল্লি 21 মে :ভবিষ্যতে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হলে হয়তো সাধারণ সর্দি, কাশির থেকে বেশি কোনও ক্ষতি হবে না ! শুনে অবাক লাগলেও এই সম্ভাবনা রয়েছে ষোলোয়ানা ৷ অন্তত তেমনটাই দাবি বিশেষজ্ঞদের ৷ তবে এই স্বস্তি এখনই আসবে না ৷ এর জন্য আরও অন্তত বছর দশেক অপেক্ষা করতে হবে ৷

কোভিড আক্রান্তদের উপর সমীক্ষা চালিয়েই এমন সিদ্ধান্তে এসেছেন গবেষকরা ৷ সেই দলের অন্যতম সদস্য হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্য়ালয়ের অধ্যাপক ফ্রেড অ্য়াডলার ৷ তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্তের সংখ্যা যত বাড়বে, ততই বাড়বে মানুষের শরীরে করোনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ৷ এক কথায় গোষ্ঠীবদ্ধভাবে বাড়বে ইমিউনিটি বা রোগ প্রতিরোধের শক্তি ৷ আর সেই কারণেই, আগামী এক দশকে হয়তো করোনা রোগীর সর্দি, কাশির থেকে বেশি কিছুই হবে না ৷ এমনকী, কারও কারও ক্ষেত্রে কোনও উপসর্গই থাকবে না ভাইরাসের আক্রমণের ৷ অ্য়াডলার ও তাঁর সহযোগীরা জানিয়েছেন, ইতিমধ্যেই মানুষের শরীরে অ্য়ান্টিবডি তৈরির কাজ প্রাকৃতিকভাবেই শুরু হয়ে গিয়েছে ৷ আগামী দিনে এই প্রক্রিয়া আরও বাড়বে ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত হয়ে মৃত প্রায় 1300 ব্যাংক কর্মী, জানাল এআইবিইএ

ইদানীং কোভিড ভাইরাস ঘন ঘন তার রূপ বদল করছে ৷ আর তাতেই বাড়ছে রোগের প্রকোপ ৷ যদিও বিশেষজ্ঞরা এই ঘটনার মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছন ৷ তাঁদের মতে, এর ফলে ভাইরাসের একাধিক রূপের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা তৈরি হচ্ছে মানব শরীরে ৷ যা শেষ পর্যন্ত মানুষের উপকারই করবে ৷ আরও পোক্ত হবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি ৷

ABOUT THE AUTHOR

...view details