নয়াদিল্লি, 30 এপ্রিল :হংকং থেকে 300 টি অক্সিজেন কনটেনর এসে পৌঁছল ভারতে ৷ কোভিড আবহে গোটা দেশে চাহিদা বেড়েছে মেডিক্য়াল অক্সিজেনের ৷ সেই পরিস্থিতির মোকাবিলা করতেই বৃহস্পতিবার রাতে এই কনটেনরগুলি ভারতে এসে পৌঁছয় ৷
কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী দিনে এমনই আরও কনটেনর বিদেশ থেকে আনা হবে ৷ তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে ৷ পুরী তাঁর টুইটার হ্য়ান্ডেলে লেখেন, ‘‘আন্তর্জাতিক সহযোগিতার নীতি মেনে কাজ শুরু হয়েছে ৷ হংকং থেকে 300টি অক্সিজেন কনটেনর এবং অন্যান্য় জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দিল্লিতে অবতরণ করেছে ৷ প্রয়োজনে আগামী দিনে এই সরবরাহ আরও বাড়ানো হবে ৷ তার জন্য যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করা হয়েছে ৷ একসঙ্গে আমরা সবাই এটা করতে পারব ৷’’