পশ্চিমবঙ্গ

west bengal

ভারতে 300টি অক্সিজেন কনটেনর পাঠাল হংকং

By

Published : Apr 30, 2021, 2:20 PM IST

করোনা মোকাবিলায় ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব ৷ অক্সিজেন-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন চিকিৎসা সামগ্রী ভারতে পাঠাচ্ছে বিভিন্ন দেশ ৷ বৃহস্পতিবার রাতেও হংকং থেকে 300টি অক্সিজেন কনটেনর এবং অন্যান্য় জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দিল্লিতে পৌঁছয় ৷

COVID-19: 300 oxygen concentrators from Hong Kong reach India
ভারতে 300টি অক্সিজেন কনটেনর পাঠাল হংকং

নয়াদিল্লি, 30 এপ্রিল :হংকং থেকে 300 টি অক্সিজেন কনটেনর এসে পৌঁছল ভারতে ৷ কোভিড আবহে গোটা দেশে চাহিদা বেড়েছে মেডিক্য়াল অক্সিজেনের ৷ সেই পরিস্থিতির মোকাবিলা করতেই বৃহস্পতিবার রাতে এই কনটেনরগুলি ভারতে এসে পৌঁছয় ৷

কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী এই প্রসঙ্গে জানিয়েছেন, আগামী দিনে এমনই আরও কনটেনর বিদেশ থেকে আনা হবে ৷ তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছে ৷ পুরী তাঁর টুইটার হ্য়ান্ডেলে লেখেন, ‘‘আন্তর্জাতিক সহযোগিতার নীতি মেনে কাজ শুরু হয়েছে ৷ হংকং থেকে 300টি অক্সিজেন কনটেনর এবং অন্যান্য় জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান দিল্লিতে অবতরণ করেছে ৷ প্রয়োজনে আগামী দিনে এই সরবরাহ আরও বাড়ানো হবে ৷ তার জন্য যাবতীয় পদক্ষেপ ইতিমধ্যেই শুরু করা হয়েছে ৷ একসঙ্গে আমরা সবাই এটা করতে পারব ৷’’

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার সকালেও 120টি অক্সিজেন কনটেনর ব্রিটিশ যুক্তরাজ্য থেকে ভারতে এসে পৌঁছয় ৷ তারও আগে রাশিয়ার দু’টি বিমানে অক্সিজেন কনটেনর, ভেন্টিলেশনের যন্ত্রপাতি, বেডসাইড মনিটর, ওষুধ-সহ নানা সামগ্রী ভারতে পাঠানো হয় ৷ এভাবেই করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ৷

আরও পড়ুন :ব্য়াঙ্কক, সিঙ্গাপুর, দুবাই থেকে এল 12টি খালি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার

এসবের মধ্যেই ভারতে দৈনিক সংক্রমণে করোনার রেকর্ড গড়ার নজির শুক্রবারও অব্যাহত রইল ৷ কেন্দ্রের হিসাব বলছে, শেষ 24 ঘণ্টায় নতুন করে 3 লাখ 86 হাজারেরও বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ প্রাণ গিয়েছে 3 হাজার 498 জন কোভিড রোগীর ৷

ABOUT THE AUTHOR

...view details