নয়াদিল্লি, 26 এপ্রিল : দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে কোভিড ৷ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে এবার 6-12 বয়সিদের টিকাকরণের জন্য কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) ৷ মঙ্গলবার এক টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এই খবর জানান (Covaxin of Bharat Biotech cleared for kids aged 6 to 12 years) ৷ এক্ষেত্রে প্রথম দু'মাস পনেরো দিনের ব্যবধানে ভারত বায়োটেককে নিরাপত্তা বিষয়ক তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দু'মাস পর থেকে একমাস অন্তর এই তথ্য পরিবেশন করতে হবে কোভ্যাকসিন নির্মাতাদের ৷
2021 ডিসেম্বরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার যে বিশেষজ্ঞ কমিটির প্যানেল জরুরি ভিত্তিতে 12 বছরের ঊর্ধ্বে কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল, সেই প্যানেলই 6-12 বয়সিদের জন্য কোভ্যাকসিনকেও ছাড়পত্র দিল ৷ সম্প্রতি 6-12 বয়সিদের টিকাকরণের আওতায় আনতে ডিসিজিআইয়ের শরণাপন্ন হয়েছিল কোভ্যাকসিন এবং কর্বেভ্যাক্স ৷ গত 21 এপ্রিল তারই পরিপ্রেক্ষিতে ডিসিজিআইয়ের বিশেষজ্ঞ কমিটি কোভ্যাকসিনকে এ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তথ্য পরিবেশন করার কথা জানিয়েছিল ৷