পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jesus is Real God: যিশুই আসল ভগবান, শক্তির মতো নয়, রাহুলকে বললেন বিতর্কিত ধর্মযাজক - Controversial Catholic Priest

150 কিলোমিটারের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) করছে কংগ্রেস ৷ সেই কারণে তামিলনাড়ুিতে রয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ তার মাঝে তিনি এক ক্যাথলিক ধর্মযাজকের সঙ্গে দেখা করেন ৷ সেখানে দু’জনের কথোপকথন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

controversial-catholic-priest-says-to-rahul-gandhi-that-jesus-christ-is-the-real-god-not-like-shakti
Jesus is Real God: যিশুই আসল ভগবান, শক্তির মতো নয়, রাহুলকে বললেন বিতর্কিত ধর্মযাজক

By

Published : Sep 10, 2022, 1:37 PM IST

কন্যাকুমারী (তামিলনাড়ু), 10 সেপ্টেম্বর : বিতর্কিত ক্যাথলিক ধর্মযাজক জর্জ পোনাইয়ার (Controversial Catholic Priest George Ponnaiah) সঙ্গে শুক্রবার দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) ৷ গত বুধবার তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) ৷ সেই কারণে এখন ওই রাজ্যেই রয়েছেন রাহুল ৷ সেই কর্মসূচির মাঝেই তিনি দেখা করেন ওই ধর্মযাজকের সঙ্গে ৷

শুক্রবার সকালে তামিলনাড়ুর পুলিয়োরকুরিচের মাত্তিদিচ্যান পারাই চার্চে কিছুক্ষণের জন্য হাজির হয়েছিলেন রাহুল গান্ধি ৷ সেখানেই তিনি জর্জ পুনাইয়ার সঙ্গে দেখা করেন ৷ সেই সাক্ষাতের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ যেখানে রাহুলকে ওই ক্যাথলিক ধর্মযাজকের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে ৷ আর সেই কথোপকথন নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক ৷

কী কথা হয়েছে দু’জনের মধ্যে ? ভিডিয়োতে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধি ওই ধর্মযাজককে জিজ্ঞাসা করছেন, ‘‘যিশুখ্রিস্ট ভগবানেরই একটি রূপ ? ঠিক তো ?’’ এর উত্তরে তামিলনাড়ুর ওই ক্যাথলিক ধর্মযাজক উত্তর দিয়েছেন, ‘‘তিনিই আসল ভগবান (Jesus is Real God) ৷ ভগবান একজন পুরুষ ৷ তিনি বাস্তবের ব্যক্তি ৷ শক্তির মতো নয় ৷ তাই আমরা তাঁকে একজন মানুষ হিসেবে দেখি ৷’’

প্রসঙ্গত, ওই ধর্মযাজক জর্জ পোনাইয়া বিতর্কিত মন্তব্যের জন্যই পরিচিত ৷ তিনি যখনই কিছু বলেন, তখনই তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ গত বছর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah), ডিএমকে-র একাধিক মন্ত্রী ও অন্যান্যদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ উঠে ৷ গত বছর জুলাইয়ে তাঁকে গ্রেফতারও করা হয়েছিল ৷

এই ইস্যুতে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্কের পারদ চড়তে শুরু করেছেন ৷ রাহুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির (BJP) মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ৷ তাঁর প্রশ্ন, ভারত জোড়ো যাত্রায় ভারতকে যাঁরা ভাঙতে চান, তাঁদের সঙ্গে দেখা করছেন কেন রাহুল ?

আরও পড়ুন :41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details