পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress slams PM Modi: অরুণাচলের 11টি জায়গার নাম বদল চিনের ! মোদিকেই দায়ী করল কংগ্রেস - নরেন্দ্র মোদি

অরুণাচলপ্রদেশের আরও 11টি জায়গার নামবদল করেছে চিন ! প্রতিবেশী রাষ্ট্রের এই ধৃষ্টতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করছে কংগ্রেস ৷

Congress slams PM Narendra Modi on renaming of 11 places in Arunachal Pradesh by China
প্রতীকী ছবি

By

Published : Apr 4, 2023, 4:18 PM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল:অরুণাচলপ্রদেশে 'চিনা আগ্রাসনের' জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করল কংগ্রেস ৷ দলের বর্তমান জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে তাঁর পূর্বসূরি রাহুল গান্ধি, অরুণাচল ইস্যুতে মোদির ভূমিকার সমালোচনা করেছেন সকলেই ৷ কংগ্রেস নেতৃত্বের বক্তব্য হল, একদিকে যখন অরুণাচলপ্রদেশে বেজিং লাগাতার তার আগ্রাসন চালিয়ে গিয়েছে, অন্যদিকে তখন মুখে কুলুপ এঁটে ঘটনাগুলির গুরুত্ব খাটো করার চেষ্টা করেছেন মোদি ! এমনকী, পড়শি চিনকে বারবার 'ক্লিন চিট' দিতেও কসুর করেননি তিনি ! আর সেই কারণেই দিনের পর দিন সাহস বেড়েছে চিনা প্রশাসনের !

এই প্রসঙ্গে খাড়গে বলেন, মোদি বারবার চিনকে 'ক্লিন চিট' দিয়ে গিয়েছেন ৷ আর দেশকে তার ফল ভোগ করতে হচ্ছে ! প্রবীণ কংগ্রেস নেতার অভিযোগ, "এই নিয়ে তৃতীয়বার অরুণাচলপ্রদেশে আমাদের বিভিন্ন জায়গার নাম বদলের সাহস দেখাল চিন ! 2017 সালের 21 এপ্রিল ছ'টি জায়গা, 2021 সালের 30 ডিসেম্বর 15টি জায়গা এবং 2023 সালের 3 এপ্রিল 11টি জায়গার" নাম বদলে দেওয়া হল ! হিন্দিতে লেখা একটি টুইটে অরুণাচলপ্রদেশ ইস্যুতে মুখ খুলে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের পক্ষেও সওয়াল করেছেন খাড়গে ৷ তিনি লিখেছেন, "অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ এবং চিরকাল সেটাই থাকবে ৷ গালওয়ানের ঘটনার পর সারা দেশ মোদিজির চিনকে দেওয়া লাগাতার ক্লিন চিটের ফল ভোগ করছে ৷"

রাহুল গান্ধির টুইটের ভাষাও ছিল হিন্দি ৷ তিনি লেখেন, "চিন 2 হাজার বর্গকিলোমিটার জমি ছিনতাই করে নিয়েছে ৷ তারা জায়গার নাম বদলে দিচ্ছে ৷ প্রধানমন্ত্রী নীরব রয়েছেন ৷ কোনও উত্তর নেই ! প্রধানমন্ত্রী, এত ভয় কীসের ?"

এদিকে, ইতিমধ্য়েই অরুণাচলের 11টি জায়গার নামবদল নিয়ে চিনের অবস্থান খারিজ করে দিয়েছে ভারত ৷ চিনের দাবি, সংশ্লিষ্ট 11টি এলাকা তাদের দেশের অংশ ! সেগুলিকে দক্ষিণ তিব্বতের অন্তর্গত বলে উল্লেখ করেছে বেজিং এবং সবক'টি জায়গারই নতুন নাম ঘোষণা করেছে ! যদিও ভারতের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, চিনের এই পদক্ষেপ নয়াদিল্লি মানে না ৷ অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ কেউ ইচ্ছা মতো তার কয়েকটি এলাকার নাম বদলে দিয়েছে বললেই বাস্তব বদলে যায় না ৷

আরও পড়ুন:অরুণাচলের 11 জায়গাকে দক্ষিণের তিব্বতের অংশ বলে দাবি চিনের

তবে, চিনকে দেওয়া ভারতের এই জবাবে খুশি নয় জাতীয় কংগ্রেস ৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই প্রসঙ্গে বলেন, কিছুদিন আগে বেজিংয়ের এক কূটনীতিক দাবি করেছিলে, ভারত ও চিনের মধ্যে সীমান্ত পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে ৷ ওই কূটনীতিকের কথার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই বলেই মনে করছেন জয়রাম ৷ তাঁর অভিযোগ, "চিনের আগ্রাসন এখনও অব্যাহত রয়েছে ৷ ওরা এই নিয়ে তৃতীয় দফায় অরুণাচলপ্রদেশের বিভিন্ন জায়গার নামবদলের তালিকা প্রকাশ করল ! এর আগে 2017 এবং 2021 সালেও একই ঘটনা ঘটেছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিনকে ক্লিন চিট দেওয়াতেই এই ঘটনা ঘটেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details