পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অকুতোভয় হলে তবেই কংগ্রেসে যোগ দিন, কৌশলী বার্তা রাহুলের

যাঁরা অকুতোভয়, তাঁদের কংগ্রেসে যোগ দেওয়ার বার্তা দিলেন রাহুল গান্ধি ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে সরকারের বিরোধিতা করতে যাঁরা দ্বিধাগ্রস্ত, তাঁদের কংগ্রেস ছেড়ে চলে যাওয়া উচিত ৷

congress-rejig-on-cards-as-rahul-gandhi-says-he-needs-only-fearless-people
a

By

Published : Jul 17, 2021, 4:38 PM IST

হায়দরাবাদ, 17 জুলাই: যাঁরা অকুতোভয়, যাঁদের সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে কোনও দ্বিধা থাকবে না, তাঁরাই কংগ্রেসে (Congress) যোগদিন ৷ আর যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁরা দল ছেড়ে চলে যেতে পারেন ৷ শুক্রবার এই বার্তাই দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

ওইদিন তিনি কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে একটি ভার্চুয়াল কনফারেন্স করেন ৷ সেখানেই কেরলের ওয়েনাড় থেকে নির্বাচিত এই সাংসদ দলের কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন ৷

আরও পড়ুন :মানবাধিকার কমিশনের সদস্যের গেরুয়া যোগ ! টুইটারে সরব অভিষেক মনু সিংভি

তিনি বলেন, ‘‘দলের বাইরে কত অকুতোভয় লোক আছেন ৷ তাঁদের দলে আনতে হবে ৷ আর কংগ্রেসের অন্দরেই অনেকে আছেন, যাঁরা সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান ৷ তাঁদের ছুঁড়ে ফেলতে হবে ৷ তাঁদের আরএসএসে (RSS) যোগ দিতে দেওয়া উচিত ৷ আমাদের প্রয়োজন নেই ওদের ৷ আমরা অকুতোভয় লোক চাই ৷ এটাই আমাদের আদর্শ ৷ এটাই আমার মূল বার্তা ৷’’

রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসে হয়তো খুব শীঘ্রই সাংগঠনিক পরিবর্তন ঘটতে পারে ৷ সেই বার্তাই এদিন দিলেন রাহুল গান্ধি ৷ দলের অন্দরে যাঁদের বিজেপির প্রতি দুর্বলতা আছে, তাঁদের এখনই বেরিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ৷ পাশাপাশি তিনি চেষ্টা করলেন যাতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদের মতো দলত্যাগের ঘটনা যাতে না ঘটে সেই বার্তা দেওয়ারও ৷ কারণ, এই নেতারা কংগ্রেস ত্যাগ করায় কংগ্রেসের ক্ষতি হয়েছে ৷ আর আগামিদিনে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন :প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শরদ পাওয়ারের, নতুন করে জল্পনা

অন্যদিকে কংগ্রেসের একটি সূত্র বলছে যে 2024 সালের লোকসভা নির্বাচনের (Lokshabha Elction) দিকে তাকিয়ে দল গোছানোর কাজ শুরু করেছেন রাহুল গান্ধি ৷ আর সেই কারণেই দলের বাইরের অকুতোভয় মানুষদের কংগ্রেসে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷ এর মাধ্যমে যে তিনি শুধু রাজনৈতিক নেতাদের বার্তা দিলেন, তা নয় ৷ বরং যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু মোদি সরকারের বড় সমালোচক, তাঁদেরও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করার বার্তা দিলেন ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে নয়াদিল্লিতে রাহুলের বাসভবনে ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সাক্ষাৎ হয় ৷ সেই বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধিও (Priyanka Gandhi) ছিলেন ৷ তার পরই প্রশান্তের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা ছড়ায় ৷ যদিও এই নিয়ে কোনওপক্ষই এখনও মুখ খোলেননি ৷ তবে রাহুলের এই মন্তব্যে সেই জল্পনা আরও বাড়ল৷ প্রশ্ন উঠছে, তাহলে কি প্রশান্তের পরামর্শেই এই বার্তা দিলেন রাহুল ?

আরও পড়ুন :বিপ্লবের উদাহরণ টেনে মমতাকে তৃণমূল-বিজেপির পার্থক্য বোঝালেন দিলীপ

ABOUT THE AUTHOR

...view details