নয়াদিল্লি, 8 অক্টোবর : কংগ্রেসের সভাপতি (Congress President Election) হওয়ার দৌড়ে কঠিন লড়াই চলছে মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ও শশী থারুরের (Shashi Tharoor) মধ্যে ৷ তবে শশীকে যতটা লড়াই খাড়গের বিরুদ্ধে করতে হচ্ছে, তার থেকেও বেশি তিনি লড়ছেন গান্ধি পরিবারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ৷ এই লড়াইয়ে তাঁর নিজের রাজ্য কেরালার দুই কংগ্রেস নেতা এখন বড় প্রতিপক্ষ হয়ে উঠেছেন ৷
সেই দুই নেতার একজন কে সি বেণুগোপাল (KC Venugopal) ও দ্বিতীয়জন এ কে অ্যান্টনি ৷ এআইসিসি-র সম্পাদক বেণুগোপাল ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অ্যান্টনি, দুজনকেই জাতীয় রাজনীতি গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা হিসেবে চেনে ৷ বিশেষ করে রাহুল গান্ধির (Rahul Gandhi) কাছের বলেই তাঁরা পরিচিত ৷ তাঁরা ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গের সমর্থনে সরব হয়েছেন ৷
রাহুল গান্ধি অনেক আগেই স্পষ্ট করেছিলেন সভাপতি না হওয়ার বিষয়ে ৷ তাই নির্বাচন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই ময়দানে নেমে পড়েন শশী থারুর ৷ দেখা করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে ৷ তার পরই মনোনয়ন জমা দেওয়ার বিষয়টি স্পষ্ট করে দেন ৷