নয়াদিল্লি, 31 জানুয়ারি : পেগাসাস ইস্যুতে বাজেট অধিবেশনে কেন্দ্রের মোদি সরকারকে সরাসরি নিশানা করার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস (Congress plans to target Modi Govt on Pegasus Issue in Budget Session) ৷ রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের (RS Leader of Opposition Mallikarjun Kharge) বক্তব্যে তা স্পষ্ট হয়েছে ৷
সোমবার সংসদে বাজেট অধিবেশন শুরু হল ৷ তার আগে মল্লিকার্জুন খাড়গে পেগাসাস ইস্যুতে (Pegasus Spyware Case) আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে (Modi Government) ৷ তাঁর দাবি, ‘‘আমরা শুরু থেকেই বলছি ৷ এর (পেগাসাস) জেরে বাদল অধিবেশন ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ শাসক দল বলছে বিরোধীরা নাকি সংসদ চলতে দিচ্ছে না ৷ কিন্তু সত্যিটা সামনে চলে এল ৷ আমরা এই ইস্যুতে সরব হব ৷ বিরোধীদের এই বিষয়ে একমত হতে হবে ৷‘‘
প্রসঙ্গত, 2021-এ বাদল অধিবেশনের আগে পেগাসাস ইস্যু সামনে আসে ৷ ইজরায়েলের পেগাসাস স্পাইওয়্যার কিনে সরকার নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ তোলে বিরোধীরা ৷ তারা এই নিয়ে সংসদ অচল করে দেয় ৷ যদিও জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নিয়ে কিছুই জবাব দিতে চায়নি সরকার ৷
এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় ৷ সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটিও গড়ে ৷ এই পরিস্থিতিতে সামনে আসে যে 2017-তে ইজরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষা চুক্তি করেছিলেন ৷ সেই চুক্তির মধ্যে পেগাসাস স্পাইওয়্যারও কেনা হয় ৷