পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনিল দেশমুখ কাণ্ডে পদক্ষেপ নেওয়ার দাবি কংগ্রেসের অন্দরে - Congress

অনিল দেশমুখ কাণ্ডে এবার পদক্ষেপের দাবি উঠল কংগ্রেসের অন্দরে ৷ কংগ্রেসের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম এবিষয়ে একটি টুইট করেন ৷ অন্য়দিকে শিবসেনার জোট সঙ্গীরাও পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে ৷

congress
অনিল দেশমুখ

By

Published : Mar 21, 2021, 5:58 PM IST

মুম্বই, 21 মার্চ : মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার দাবি তুললেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম ৷ টুইট করে তিনি এই দাবি করেছেন ৷ অন্য়দিকে শিবসেনার জোট সঙ্গীরাও পুরো বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে ৷ এবিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠকে বসছে জোট সঙ্গীরা৷

কী ঘটেছে

কয়েকদিন আগে মুকেশ আম্বানির বাড়ির কাছ থেকে বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধারের ঘটনায় তদন্তে ত্রুটির অভিযোগ তুলে পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পরমবীর সিংকে ৷ এরপর গতকাল সেখানকার মুখ্য়মন্ত্রী উদ্ভব ঠাকরেকে একটি চিঠি লেখেন পরমবীর সিং ৷ সেখানে তিনি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনেন ৷ উদ্ভবকে পাটানো ওই চিঠিতে পরমবীর লেখেন, প্রতিমাসে 100 কোটি টাকা করে তোলাবাজি করেন অনিল দেশমুখ ৷

আরও পড়ুন-মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পরমবীর সিংয়ের

এই বিষয়ে প্রকাশ্য়ে আসতেই টুইট করেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম ৷ সেখানে তিনি লেখেন, "পরমবীর সিং যে অভিযোগ করেছেন তা যদি সত্য়িই সঠিক হয় তাহলে শরদ পাওয়ারের উচিত এই বিষয়ে প্রশ্ন করা ৷ এবিষয়ে কংগ্রেসের উচিত কোনও একটা অবস্থান নেওয়া ৷"

ওই চিঠি প্রকাশ্য়ে আসার পর মহারাষ্ট্র বিকাশ অগধি অ্য়ালায়েন্সের তরফে বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয় ৷ অ্য়ালায়েন্সের এক নেতা একটি সর্বভারতীয় সংবাদমাধ্য়মে বলেছেন, অনিল দেশমুখের বিরুদ্ধে ওঠা অভিযোগের মুখোমুখি হতে হবে তাঁকে এবং এবিষয়ে জবাব চাওয়া হতে পারে ৷ এবিষয়ে সরদ পাওয়ার জানিয়েছেন, অনিল দেশমুখের বিরুদ্ধের তদন্ত করা হতে পারে ৷ পুরো বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৈঠক ডাকা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details