দিল্লি, 13 ফেব্রুয়ারি : লোকসভায় পর পর দু’দিন দু’টি স্বাধীকার ভঙ্গের নোটিস এনেছিল ভারতীয় জনতা পার্টি৷ এবার শাসক দলের বিরুদ্ধেই জমা পড়ল স্বাধীকার ভঙ্গের নোটিস৷ এই ক্ষেত্রে নোটিস দিয়েছে কংগ্রেস৷ স্বাধীকার ভঙ্গের নোটিস জমা পড়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে৷
শনিবার লোকসভায় ছিল বাজেট অধিবেশনের প্রথম পর্যায়ের শেষ দিন৷ এদিন লোকসভায় বাজেট অধিবেশন নিয়ে জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ সেই ভাষণে তিনি আক্রমণ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে৷ ওয়েনাড়ের সাংসদকে ‘বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’ বলে কটাক্ষ করেন৷
তারই প্রেক্ষিতে নির্মলা সীতারমনের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস নিয়ে এল কংগ্রেস৷ লোকসভায় এই নোটিস দিয়েছেন কংগ্রেস সাংসদ টিএম পার্থপান৷ তাঁর দাঁবি, একজন নির্বাচিত সদস্যকে এভাবে বলা আসলে সংসদের স্বাধীকার ভঙ্গ করা৷ কোনও বিরোধী স্বরকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার এই প্রবণতাকে বৃদ্ধি পেতে দেওয়া যাবে না৷