পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Renuka Threatens PM Modi: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি কংগ্রেসের রেণুকার

রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরির হাসি শুনে রামায়ণ সিরিয়ালের কথা মনে পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিনি নিজেই সেকথা জানিয়েছিলেন ৷ এবার সেই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের রেণুকা চৌধুরি (Defamation Case Against PM Modi) ৷

Renuka Threatens PM Modi
Renuka Threatens PM Modi

By

Published : Mar 24, 2023, 4:27 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: মানহানির মামলায় (Defamation Case) দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধির (Rahul Gandhi Disqualified from Parliament) ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুুরি (Congress leader Renuka Chowdhury) ৷ টুইট করে এই হুঁশিয়ারি তিনি ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দিকে ৷

প্রসঙ্গত, বছর কয়েক আগে সংসদের অধিবেশন চলাকালীন রেণুকা চৌধুরীর হাসি আলোচনার কেন্দ্রে চলে এসেছিল ৷ পরে ওই অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রেণুকার হাসির প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ রেণুকাকে রামায়ণের একটি চরিত্র বলেও কটাক্ষ করেছিলেন ৷ সেই নিয়েই এবার মোদির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

2018 সালে ওই ঘটনাটি ঘটে ৷ কোনও কারণে রাজ্যসভায় অট্টহাস্য়ে ফেটে পড়েছিলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরি ৷ সেই সময় রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ তিনি এই নিয়ে রুষ্ট হয়েছিলেন রেণুকার উপর ৷ পরে প্রধানমন্ত্রী মোদি নিজের ভাষণের সময় রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন যে রেণুকা চৌধুরির বিরুদ্ধে যেন কোনও ব্যবস্থা না নেওয়া হয় ৷ কারণ, রামায়ণ সিরিয়ালের পর এমন হাসি আবার শোনা গেল ৷

এই নিয়ে সেই সময় ব্যাপক বিতর্ক হয়েছিল ৷ মানহানির মামলায় রাহুল গান্ধির সাজা হওয়ার পর সেই বিতর্ক আবার টেনে আনলেন কংগ্রেসের এই নেত্রী ৷ তিনি টুইটে মোদির সেদিনের বক্তব্যের একটি ক্লিপও পোস্ট করেছেন ৷ সঙ্গে লিখেছেন, ‘‘এই শ্রেণীহীন অহংকারী আমাকে সংসদে শূর্পনখা বলে উল্লেখ করেছেন । আমি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করব । দেখা যাক আদালত কত দ্রুত কাজ করে ।’’ রেণুকার সমর্থনে এগিয়ে এসেছেন আরেক কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং ৷ তিনি জানিয়েছেন, এটা নিয়ে অনেকদিন অপেক্ষা করেছেন রেণুকা চৌধুরি ৷ তাঁর এবার এই নিয়ে মানহানির মামলা করা উচিত ৷

প্রসঙ্গত, যাবতীয় বিতর্কের সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার ৷ ওইদিন গুজরাতের সুরাত আদালত একটি ফৌজদারি মানহানির মামলায় রাহুল গান্ধিকে দু’বছরের কারাদণ্ড দেয় ৷ 2019 সালে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই এই মামলা হয়েছিল ৷ দু’বছরের সাজা হওয়ায় শুক্রবার রাহুলের সাংসদ পদও খারিজ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন:সাজা পাওয়ার পরদিনই সাংসদ পদ খারিজ রাহুল গান্ধির

ABOUT THE AUTHOR

...view details