নয়াদিল্লি, 24 মার্চ: মানহানির মামলায় (Defamation Case) দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে রাহুল গান্ধির (Rahul Gandhi Disqualified from Parliament) ৷ এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুুরি (Congress leader Renuka Chowdhury) ৷ টুইট করে এই হুঁশিয়ারি তিনি ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর দিকে ৷
প্রসঙ্গত, বছর কয়েক আগে সংসদের অধিবেশন চলাকালীন রেণুকা চৌধুরীর হাসি আলোচনার কেন্দ্রে চলে এসেছিল ৷ পরে ওই অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রেণুকার হাসির প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ রেণুকাকে রামায়ণের একটি চরিত্র বলেও কটাক্ষ করেছিলেন ৷ সেই নিয়েই এবার মোদির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷
2018 সালে ওই ঘটনাটি ঘটে ৷ কোনও কারণে রাজ্যসভায় অট্টহাস্য়ে ফেটে পড়েছিলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরি ৷ সেই সময় রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ৷ তিনি এই নিয়ে রুষ্ট হয়েছিলেন রেণুকার উপর ৷ পরে প্রধানমন্ত্রী মোদি নিজের ভাষণের সময় রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন যে রেণুকা চৌধুরির বিরুদ্ধে যেন কোনও ব্যবস্থা না নেওয়া হয় ৷ কারণ, রামায়ণ সিরিয়ালের পর এমন হাসি আবার শোনা গেল ৷