নয়াদিল্লি, 19 জুলাই:সংসদে আসন্ন বাদল অধিবেশনে মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে সরব হল কংগ্রেস ৷ তালি দিতে হলে দুটো হাতেরই প্রয়োজন হয়, এ কথা মনে করিয়ে দিয়ে বুধবার লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী বলেন, সরকার যদি চায় যে সংসদে যথাযথ ভাবে কাজ চলুক, তবে বিরোধীদেরও তাদের ইস্যুগুলি নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে ৷ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে বুধবার সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন অধীর চৌধুরী ৷
সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, "আমি ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠকে অংশ নিয়েছিলাম এবং যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা দরকার তা উত্থাপন করেছি । সর্বদলীয় বৈঠকেও আমি বিষয়গুলি উত্থাপন করেছি...আমাদের দাবি হল, মণিপুরের ইস্যু নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত ৷"
সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন যে, তাঁকে আরও একটি বৈঠকে যোগ দিতে হবে । এ দিন অধীর বলেন, "দুই মাস পেরিয়ে গিয়েছে ৷ কিন্তু প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) নীরব । আমি অনুরোধ করতে চাই যে, তিনি দুই মাসেরও বেশি সময় ধরে নীরব ছিলেন কিন্তু তিনি অন্তত সংসদে একটি বিবৃতি দিন এবং আমাদের বিতর্ক করার অনুমতি দেন ।"