বেঙ্গালুরু, 17 জুলাই: হাইভোল্টেজ 18 জুলাই ৷ কারণ এই একইদিনে দেশের দুই প্রান্তে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিবাদমান দুই পক্ষ ৷ একদিকে বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক রয়েছে মঙ্গলবার ৷ অন্যদিকে, এদিনই দিল্লিতে এনডিএ'র বৈঠক ডেকেছে বিজেপি ৷ বিরোধীদের বৈঠক অবশ্য অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল ৷ গত মাসে পটনায় প্রথম বৈঠকের পরে পরেই ঘোষণা হয়েছিল বেঙ্গালুরুর বৈঠকের নির্ঘণ্ট ৷ কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানীকেই বেছে নেওয়া হয়েছে এই বৈঠকের জন্য ৷ তবে দিল্লিতে এনডিএ'র বৈঠক ডাকা হয়েছে সম্প্রতি ৷ স্বাভাবিক ভাবেই এই বৈঠক নিয়ে পদ্ম শিবিরকে বিঁধেছে কংগ্রেস ৷ তাদের দাবি, চাপে পড়ে এখন প্রায় অদৃশ্য এনডিএ'তে নয়া প্রাণ সঞ্চার করতে চাইছে বিজেপি ৷
কংগ্রেসের দাবি, বিরোধীদের এই জোটবদ্ধ বৈঠক ভারতীয় রাজনীতিতে 'গেম চেঞ্জার'-এর ভূমিকা নিতে চলেছে ৷ আর তা দেখেই বিচলিত বিজেপি ৷ তাই এতদিন যারা দাবি করত গোটা দেশে তারা একাই বিরোধীদের সঙ্গে লড়তে সক্ষম সেই পদ্মশিবির এখন এনডিএ-র বৈঠক ডাকতে বাধ্য হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, এনডিএ-কে 'ভূত' বলেও উল্লেখ করেছেন ৷