পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Congress Criticises BJP: 'বিরোধী ঐক্যে বিচলিত বিজেপি', এনডিএ বৈঠককে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস - বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক

বেঙ্গালুরুর বিরোধী বৈঠককে 'গেম চেঞ্জার' হিসেবে দাবি করছে কংগ্রেস ৷ পাশাপাশি এনডিএ-র বৈঠককেও কটাক্ষ করেছে তারা ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Jul 17, 2023, 10:57 PM IST

Updated : Jul 18, 2023, 7:49 AM IST

বেঙ্গালুরু, 17 জুলাই: হাইভোল্টেজ 18 জুলাই ৷ কারণ এই একইদিনে দেশের দুই প্রান্তে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে বিবাদমান দুই পক্ষ ৷ একদিকে বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক রয়েছে মঙ্গলবার ৷ অন্যদিকে, এদিনই দিল্লিতে এনডিএ'র বৈঠক ডেকেছে বিজেপি ৷ বিরোধীদের বৈঠক অবশ্য অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল ৷ গত মাসে পটনায় প্রথম বৈঠকের পরে পরেই ঘোষণা হয়েছিল বেঙ্গালুরুর বৈঠকের নির্ঘণ্ট ৷ কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানীকেই বেছে নেওয়া হয়েছে এই বৈঠকের জন্য ৷ তবে দিল্লিতে এনডিএ'র বৈঠক ডাকা হয়েছে সম্প্রতি ৷ স্বাভাবিক ভাবেই এই বৈঠক নিয়ে পদ্ম শিবিরকে বিঁধেছে কংগ্রেস ৷ তাদের দাবি, চাপে পড়ে এখন প্রায় অদৃশ্য এনডিএ'তে নয়া প্রাণ সঞ্চার করতে চাইছে বিজেপি ৷

কংগ্রেসের দাবি, বিরোধীদের এই জোটবদ্ধ বৈঠক ভারতীয় রাজনীতিতে 'গেম চেঞ্জার'-এর ভূমিকা নিতে চলেছে ৷ আর তা দেখেই বিচলিত বিজেপি ৷ তাই এতদিন যারা দাবি করত গোটা দেশে তারা একাই বিরোধীদের সঙ্গে লড়তে সক্ষম সেই পদ্মশিবির এখন এনডিএ-র বৈঠক ডাকতে বাধ্য হয়েছে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, এনডিএ-কে 'ভূত' বলেও উল্লেখ করেছেন ৷

আরও পড়ুন: বৈঠকে সোনিয়ার পাশে মমতা, দুই নেত্রীর সমীকরণে কী বার্তা?

এদিন ছিল বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকের প্রথম দিন ৷ বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, "ভালো সূচনার অর্ধেক হয়ে গিয়েছে ৷ দেশের সম মনস্ক বিরোধী দলগুলি সামাজিক ন্যায়, দেশের সার্বিক উন্নয়ন ও জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে ৷ আমরা দেশের মানুষকে একনায়কতন্ত্র, মানুষ বিরোধী বিদ্বেষও বিভাজনের রাজনীতি থেকে মুক্তি দিতে চাই ৷ লুট ও অর্থনৈতিক বৈষম্য থেকেও মুক্তি দিতে চাই ৷ আমরা এমন ভারত চাই যা সংবিধানের নীতি মেনে চলবে ৷ সমানাধিকার, নিরপেক্ষতা, ন্যায়বিচার ও বিবিধতার কথা বলবে ৷ আমরা এমন ভারত চাই যা সমাজের দূর্বল মানুষটিকেও আশা ও বিশ্বাস জোগাবে ৷ এই ভারতের জন্য, এমরা সবাই একত্রিত হয়েছি ৷"

সোমবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, মঙ্গলবার এনডিএ বৈঠকে 38টি দল যোগ দেবে ৷ জয়রাম রমেশের কটাক্ষ, বেঙ্গালুরুতে 26টি বিরোধী দল যে বৈঠক করছে তার প্রভাবেই টনক নড়েছে বিজেপির, তাই এনডিএ-কে জাগানোর চেষ্টা হচ্ছে ৷

Last Updated : Jul 18, 2023, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details