পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jairam Ramesh: নীতীশের ডাকা বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি কে ? ধোঁয়াশা জিইয়ে রাখল কংগ্রেস

24-এর ভোটকে মাথায় রেখে অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কংগ্রেস সেই বৈঠকে উপস্থিত থাকবে বলে জানালেও প্রনিধিত্ব কে করবে সে বিষয়ে চুপ জয়রাম রমেশ ৷

By

Published : Jun 1, 2023, 6:44 PM IST

Etv Bharat
Jairam Ramesh

নয়াদিল্লি, 1 জুন:পটনায় বিরোধী দলগুলিকে নিয়ে যে বৈঠকের ডাক দিয়েছেন নীতীশ কুমার, সেখানে কংগ্রেস হাজির থাকবে জানিয়েও, দলের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা খোলসা করল না এআইসিসি নেতৃত্ব ৷ আগামী 12 জুন পটনায় বিরোধী দলগুলির বৈঠকে অংশ নেবে কংগ্রেস, তবে দলের তরফে কারা সেই বৈঠকে উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বৃহস্পতিবার জানিয়েছেন এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷

প্রসঙ্গত, 24-এর ভোটকে মাথায় রেখে দেশের সবকটি কেন্দ্রীয় সরকার বিরোধী এবং অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে, বিজেডি-সহ বামদলগুলিকেও ৷ সূত্রের খবর, মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুরোধেই এই বৈঠক ডেকেছেন নীতীশ কুমার ৷ আর বৈঠক ডাকার পরপরই বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি 11 তারিখেই পটনা পৌঁছে য়াবেন ৷ এর মধ্যেই অবশ্য রাজ্যে কংগ্রেসের একজনই মাত্র বিধায়ক বাইরন বিশ্বাসও তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যা নিয়ে প্রবল উষ্মাপ্রকাশ করেন জয়রাম রমেশ ৷ এদিন এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "কংগ্রেস অবশ্যই পটনায় বিরোধী নেতাদের 12 জুনের বৈঠকে অংশ নেবে। তবে কারা অংশ নেবে তা ঠিক করা হয়নি। কংগ্রেস দল শীঘ্রই সিদ্ধান্ত নেবে যে কারা বৈঠকে যোগ দেবেন।"

আরও পড়ুন:ব্রিজভূষণ মামলার তদন্ত চলছে জানিয়ে পুরনো টুইট মুছল দিল্লি পুলিশ

তবে, কংগ্রেস যে সেই বিরোধী বৈঠকে যোগ দিচ্ছে তা তিনি ফের একবার স্পষ্ট করে দিয়েছেন ৷ রাহুল গান্ধি বর্তমানে মার্কিন সফরে রয়েছেন ৷ অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে পটনার সভায় দলের প্রতিনিধিত্ব করবেন কি না, তা নিয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি দলের অন্দরে। কংগ্রেস বরাবরই বিরোধী দলের মাথায় বসার দাবি করে আসছে ৷ দেশজুড়ে প্রতিটি রাজ্যে ভিত্তি রয়েছে কংগ্রেসের ৷ এমন একটি বৃহত্তম দল হিসাবে বরাবরই কংগ্রেস নেতারা এই দাবি করে আসছেন ৷ 12 জুনের বৈঠকটি বিভিন্ন দলের নেতা এবং বিরোধী-শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে নীতীশ কুমার নির্ধারিত করেছে ৷ বৈঠকে বিরোধী দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন বলেই আশা করছে নীতীশ ৷ কংগ্রেসের অবশ্য দাবি, এটি একটি প্রাথমিক বৈঠক ৷ বিরোধী ঐক্য গঠনের পরিকল্পনার ধারাবাহিক বৈঠকের একটি অংশ মাত্র এটি অনুষ্ঠিত হবে।

ABOUT THE AUTHOR

...view details