নয়াদিল্লি, 1 জুন:পটনায় বিরোধী দলগুলিকে নিয়ে যে বৈঠকের ডাক দিয়েছেন নীতীশ কুমার, সেখানে কংগ্রেস হাজির থাকবে জানিয়েও, দলের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন তা খোলসা করল না এআইসিসি নেতৃত্ব ৷ আগামী 12 জুন পটনায় বিরোধী দলগুলির বৈঠকে অংশ নেবে কংগ্রেস, তবে দলের তরফে কারা সেই বৈঠকে উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে বৃহস্পতিবার জানিয়েছেন এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷
প্রসঙ্গত, 24-এর ভোটকে মাথায় রেখে দেশের সবকটি কেন্দ্রীয় সরকার বিরোধী এবং অবিজেপি দলগুলিকে নিয়ে বৈঠক ডেকেছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতীশ কুমার। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে, বিজেডি-সহ বামদলগুলিকেও ৷ সূত্রের খবর, মূলত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অনুরোধেই এই বৈঠক ডেকেছেন নীতীশ কুমার ৷ আর বৈঠক ডাকার পরপরই বাংলার মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, তিনি 11 তারিখেই পটনা পৌঁছে য়াবেন ৷ এর মধ্যেই অবশ্য রাজ্যে কংগ্রেসের একজনই মাত্র বিধায়ক বাইরন বিশ্বাসও তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যা নিয়ে প্রবল উষ্মাপ্রকাশ করেন জয়রাম রমেশ ৷ এদিন এআইসিসি সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "কংগ্রেস অবশ্যই পটনায় বিরোধী নেতাদের 12 জুনের বৈঠকে অংশ নেবে। তবে কারা অংশ নেবে তা ঠিক করা হয়নি। কংগ্রেস দল শীঘ্রই সিদ্ধান্ত নেবে যে কারা বৈঠকে যোগ দেবেন।"