চেন্নাই, 7 অক্টোবর: কংগ্রেস সভাপতি নির্বাচনের (Cong Prez Poll) আগে তামিলনাড়ুতে পাল্লা ভারী শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge)৷ ভোটের আগে সমর্থন চেয়ে সে রাজ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী শশী থারুর দলীয় কর্মীদের বৈঠক ডেকেছিলেন ৷ তবে সেই বৈঠক এড়িয়ে গেলেন অধিকাংশ কর্মী ৷ তামিলনাড়ুর কংগ্রেস ইলেক্টোরাল কলেজে 710 জন ভোটার থাকলেও তার মধ্যে হাতে গোনা কয়েকজনই বৃহস্পতিবার কংগ্রেসের রাজ্য সদর দফতরে থারুরের বৈঠকে হাজির হয়েছিলেন ৷
তামিলনাড়ুতে এখনও প্রচার শুরু করেননি মল্লিকার্জুন খাড়গে ৷ তবে শশী থারুরের (Shashi Tharoor) বৈঠকের পরই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই রাজ্যে কার পালে হাওয়া লাগতে চলেছে ৷ 6 দশকেরও বেশি সময় ধরে দলের তৃণমূল স্তরে রাজনীতি করা নেতা হলেন মল্লিকার্জুন খাড়গে ৷ দলের দলিত মুখ হিসেবে তিনি কর্মীদের কাছে যথেষ্ট শ্রদ্ধার মানুষ ৷ কংগ্রেস সভাপতি নির্বাচনে কোনও প্রার্থীকেই খোলাখুলি সমর্থনের ইঙ্গিত দেয়নি গান্ধি পরিবার ৷ তবে দলীয় সূত্রে খবর, সোনিয়া গান্ধিদের হাত খাড়গের মাথার উপরই রয়েছে ৷ তারই ফল শশী থারুরের প্রচারে লক্ষ্য করা যাচ্ছে বলে অভিমত রাজনৈতিক মহলের ৷ থারুর সত্যমূর্তি ভবনে পৌঁছনোর সময়ও শীর্ষ নেতাদের প্রায় কেউই উপস্থিত ছিলেন না (Kharge marches ahead of Tharoor in Tamil Nadu)৷