পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Narendra Modi: '91 বার অপমানিত হয়েছি', খাড়গের মন্তব্যের জবাব মানুষ ভোটবাক্সে দেবে বলে জানালেন প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী মোদি

মল্লিকার্জুন খাড়গের 'বিষধর সাপ' মন্তব্যের পালটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হামনাবাদে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী জানালেন, এর প্রভাব ভোটবাক্সে পড়বে এবং মানুষই কংগ্রেসের কু-কথার জবাব দেবে ৷

Narendra Modi
খাড়গের মন্তব্যের জবাব মানুষ ভোটবাক্সে দেবে বলে জানালেন প্রধানমন্ত্রী

By

Published : Apr 29, 2023, 4:32 PM IST

কর্ণাটকে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

হামনাবাদ (কর্ণাটক), 29 এপ্রিল:ভোটমুখী কর্ণাটকে শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী কথার লড়াই ৷ যা নিয়ে সরগরম দ্রাবিড় রাজনীতি ৷ আর শনিবার দক্ষিণের রাজ্যটিতে প্রথমবার ভোটপ্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের করা বেফাঁস মন্তব্যের পালটা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে পালটা আক্রমণের রাস্তায় হেঁটে নয় ৷ বরং প্রধানমন্ত্রী মনে করিয়ে দিলেন, এই প্রথম নয় ৷ 91 বার কংগ্রেসের নেতা-মন্ত্রীরা তাঁকে অপমানজনক শব্দে আক্রমণ করেছেন ৷

শুধুই কী তাই ৷ শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দলটি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কখনও বাবাসাহেব আম্বেদকর, কখনও বা দামোদর বীর সাভাকরককেও অবজ্ঞা করেছে বলে মত প্রধানমন্ত্রী ৷ এমনকী আসন্ন বিধানসভা নির্বাচনী প্রচারে নেমে কংগ্রেস লাগাতার লিঙ্গায়েত সম্প্রদায়কে নিশানা করে অপমানজনক মন্তব্য করছে বলে মত মোদির ৷ এর প্রভাব ভোটবাক্সে পড়বে এবং মানুষই কংগ্রেসের কুকথার জবাব দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

নির্বাচন ঘোষণা হওয়ার পর শনিবার প্রথমবারের জন্য কর্ণাটকে ভোটপ্রচারে অংশ নিলেন প্রধানমন্ত্রী ৷ হামনাবাদে নির্বাচনী জনসভা থেকে মোদি বলেন, "ভোটেই মানুষ কুকথার জবাব দেবে ৷ ওরা যত অশালীন শব্দ ব্যবহার করবে পদ্ম তত বেশি করে ফুটবে ৷" মোদি আরও বলেন, "কেউ একজন আমাকে করা অশালীন ভাষা প্রয়োগের একটা তালিকা বানিয়ে সেটা আমায় পাঠিয়েছেন ৷ এখনও পর্যন্ত কংগ্রেস নেতা-মন্ত্রীরা 91 বার বিভিন্ন অশালীন মন্তব্য করেছেন ৷ খারাপ শব্দের অভিধান না-ঘেঁটে কংগ্রেসের লোকজন যদি ভালো সরকার গঠনে নজর দিত তাহলে কংগ্রেসের এই দুরাবস্থা আজ হতো না ৷"

আরও পড়ুন:6টি সভা, 2টি রোড শো; কর্ণাটকে মেগা প্রচারে মোদি

উল্লেখ্য গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীকে 'বিষধর সাপ' বলে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ যদিও পরে তাঁর বেফাঁস মন্তব্যের কারণে পিছু হাটতে হয় বর্ষীয়ান রাজনীতিবিদকে ৷ খাড়গে বলেন, "কারও ভাবাবেগে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না ৷ আমার মন্তব্যটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে ছিল না, বরং তিনি যে মতাদর্শে বিশ্বাসী, তার প্রতি ৷"

ABOUT THE AUTHOR

...view details