পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেহুলের আইনজীবী পোলকের বিরুদ্ধে অভিযোগ দায়ের - রাইটাপস 24

এখন ডমিনিকায় রয়েছেন পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি ৷ সেখানে তার বিরুদ্ধে দ্বীপে বেআইনি প্রবেশের মামলা চলছে ৷ কিন্তু পলাতক ব্যবসায়ীর আইনজীবীরা যথেষ্ট প্রমাণ ছাড়াই সংবাদমাধ্যম-সহ বিভিন্ন সংস্থায় মেহুলের নির্দোষ হওয়ার তথ্য জানিয়েছেন ৷ তাই এবার আইনজীবীর বিরুদ্ধে সলিসিটর রেগুলেশন অথরিটির কাছে অভিযোগ জমা পড়ল ৷

পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি
পলাতক ব্যবসায়ী মেহুল চোক্সি

By

Published : Jun 25, 2021, 12:50 PM IST

নয়াদিল্লি, 25 জুন : যথেষ্ট প্রমাণ ছাড়াই মক্কেলের সপক্ষে সংবাদমাধ্যম-সহ অন্যান্য ক্ষেত্রে বহু তথ্য জানিয়েছেন মেহুলের আইনজীবী ৷ তাই পলাতক ব্যবসায়ীর আইনজীবী মাইকেল পোলকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল ইংল্যান্ড আর ওয়েলস-এর সলিসিটর রেগুলেশন অথরিটির (SRA) কাছে ৷

রাইটাপস 24 অনুযায়ী পোলক সংবাদমাধ্যমে, স্কটল্যান্ড ইয়ার্ড, অপরাধের তদন্তে থাকা সংস্থাগুলির কাছে মেহুল চোক্সির অপহরণ নিয়ে যা যা বলেছেন, তার কোনও ভিত্তি নেই ৷ তিনি মক্কেলের কেওয়াইসি (KYC, Know Your Customer) আর এএমএল (AML, anti-money laundering) ঠিক করে খতিয়ে দেখেনি, অথচ মেহুল ভারতে টাকা তছরূপ মামলায় অভিযুক্ত ৷ ভারত থেকে পালিয়ে বেড়াচ্ছেন ৷

আরও পড়ুন : ডমিনিকায় মেহুলের বিরুদ্ধে মামলার শুনানি 25 জুন পর্যন্ত স্থগিত

সম্প্রতি অ্যান্টিগা থেকে পালিয়ে ডমিনিকায় গ্রেফতার হয়েছেন মেহুল ৷ সেই প্রতারক কোটিপতি ব্যবসায়ীর কাছ থেকে কী ভাবে পোলক আর তাঁর কোম্পানি টাকা পেয়েছে, তার কেওয়াইসি, এএমএল খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে এই অভিযোগে ৷ এমনকি পোলকের কোম্পানি জাস্টিস অ্যাব্রড লিমিটেড যথাযোগ্য প্রমাণ ছাড়াই অনেকের সম্পর্কে এমন কথা বলেছে, যাতে তাদের সুনাম নষ্ট হয়েছে ৷

অ্যান্টিগার একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেহুল চোক্সির আইনজীবীরা একটি ভিডিয়ো প্রকাশ করে দাবি করেছেন যে, 23 মে ভারতীয়-বংশোদ্ভূত বেশ কয়েকজন মিলে জোর করে চোক্সিকে অ্যান্টিগা থেকে ডমিনিকায় নিয়ে এসেছে ৷ তাদের উদ্দেশ্য ছিল তাকে ভারত সরকারের হাতে তুলে দেওয়া ৷ আর এই ঘটনায় ব্যবসায়ীর পরিচিত এক মহিলা জড়িত রয়েছেন ৷ ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেহুলকে হুইল চেয়ারে বেঁধে কিছু লোক নামহীন একটি নৌকায় তুলেছে ৷ 8 কিমি/ঘণ্টা গতিবেগের নিয়ম ভেঙে সেই বোটটি তীব্র গতিতে চলে যাচ্ছে ৷

ডমিনিকায় মামলা চলাকালীন সিবিআই-সহ অন্যান্য সংস্থার 8 সদস্যের একটি বিশেষ দল ক্যারিবিয়ান দ্বীপে পৌঁছায় ৷ মেহুল যে এখনও ভারতীয় নাগরিক আদালতে তা প্রমাণের চেষ্টা করে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিল ওই দল ৷ কিন্তু খালি হাতেই ফিরতে হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details