ইম্ফল, 15 অগস্ট: মণিপুরে হিংসায় বিদেশি চক্রান্তের উপরই দায় চাপালেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷ তাঁর দাবি, মণিপুরের হিংসার মূল কারণ কিছু ভুল বোঝাবুঝি, কিছু স্বার্থান্বেষী শক্তি দেশকে অস্থির করার জন্য বিদেশি চক্রান্ত ৷ এর ফলেই ওই রাজ্যের মূল্যবান জীবন ও সম্পত্তির ক্ষতি হয়েছে ।
মণিপুরের ইম্ফলের প্রথম মণিপুর রাইফেলস প্যারেড গ্রাউন্ডে 77তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন হয় ৷ সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ৷ সেখানেই এই কথা বলেন তিনি ৷ একই সঙ্গে তিনি হিংসা বন্ধ করে শান্তির পথে চলার জন্য মণিপুরের সব বাসিন্দার কাছে আবেদন জানান ৷ এখনও যে অনেককে ত্রাণ শিবিরে থাকতে হচ্ছে, সেই বিষয়টিও তিনি উল্লেখ করেন ৷
এন বীরেন সিং আরও জানান, সরকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য ধারাবাহিকভাবে কাজ করছে ৷ ক্ষতিগ্রস্তদের শীঘ্রই পুনর্বাসন দেওয়া হবে ৷ পুরনো জায়গায় ফেরাতে না পারলেও অস্থায়ীভাবে বাড়ি তৈরি করে তাদের পাঠিয়ে দেওয়া হবে ৷ তিনি বলেন, "ভুল মানুষই করে ৷ তাই আমাদের অবশ্যই ক্ষমা করতে এবং ভুলে যেতে শিখতে হবে ৷"