বেঙ্গালুরু, 20 মে: কংগ্রেসের কাছে আজ সেই বহু প্রতীক্ষিত দিন ৷ কর্ণাটকে সরকার গড়বে শতাব্দী প্রাচীন দলটি ৷ দুপুর সাড়ে 12টায় বেঙ্গালুরুর কান্থিরাভা স্টেডিয়ামে শপথগ্রহণ অনুষ্ঠান হবে ৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সিদ্দারামাইয়া ৷ উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ৷ তবে সম্পূর্ণ মন্ত্রিসভা আজই হচ্ছে না ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে ৷
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা, সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি থেকে শুরু করে কংগ্রেসের শীর্ষ নেতারা ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন ৷ সেই মতো অনুষ্ঠানের থাকার কথা তৃণমূলের লোকসভা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারেরও ৷
শনিবার মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও কয়েকজন বিধায়কও মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে ৷ কংগ্রেস সূত্রে খবর, আটজন বিধায়ক আজ মন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ এর মধ্যে রয়েছেন- প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ডাঃ জি পরমেশ্বরা, কেএইচ মুনিয়াপ্পা, প্রাক্তন মন্ত্রী কেজে জর্জ, এমবি পাটিল, সতীশ জারকিহোলি, কর্ণাটক প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি রামলিঙ্গ রেড্ডি, জামির আহমেদ খান ৷ পাশাপাশি আরও কয়েকজন বিধায়কের নাম সম্ভাব্য মন্ত্রী হিসেবে উঠে আসছে ৷ তবে এখনও এ বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি ৷