পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Record Heat Wave : চলতি বছরে গরমে রেকর্ড তাপপ্রবাহ ভারত ও পাকিস্তানে, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আবহাওয়াবিদরা

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়ন যদি এভাবেই বাড়তে থাকে তাহলে অল্প সময়ের ব্যবধানে এরকম তাপপ্রবাহের দাপটে ফের পড়তে পারে দক্ষিণ এশিয়ার এই দুই দেশ (Record Heat Wave in India And Pakistan) ৷

Record Heat Wave reports
চলতি বছরে গরমে রেকর্ড তাপপ্রবাহ ভারত ও পাকিস্তানে

By

Published : May 24, 2022, 10:42 PM IST

নয়াদিল্লি, 24 মে : চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে প্রবল তাপপ্রবাহের সাক্ষী থেকেছে ভারত ও পাকিস্তান (Record Heat Wave in India And Pakistan)৷ এই তীব্র তাপপ্রবাহের বলি হয়েছেন কমপক্ষে 90 জন ৷ সংবাদসংস্থা এএফপি'র এক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের গরমে ইতিমধ্যেই প্রায় 30 গুণ বেশি তাপপ্রবাহের সাক্ষী থেকেছে দক্ষিণ এশিয়া ৷ আশঙ্কা করা হচ্ছে তাপপ্রবাহের এই ভয়াল রূপ যদি ভবিষ্যতের বছরগুলিতেও বাড়তে থাকে তাহলে মৃতের সংখ্যা হাজার পেরিয়ে যেতে পারে ভবিষ্যতে ৷

লন্ডনের ইমপেরিয়াল কলেজের গ্র্যান্থাম ইনস্টিটিউটের বিজ্ঞানী ফ্রেইডেরিকে ওট্টো জানিয়েছেন, বর্তমানে মানবজাতির বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জলবায়ু পরিবর্তনের যে রূপ দেখা যাচ্ছে, এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে আবহাওয়ার এই পরিবর্তন 3000 বছরের ব্যবধানে একবার ঘটত ৷ কিন্তু বিশ্ব উষ্ণায়নের কারণে পরিস্থিতি এতটাই পালটেছে যে, আবহাওয়া পরিবর্তনের সময় ব্যবধান পালটে গিয়েছে ৷ একশ বছরের মধ্যে এক ডিগ্রির কাছাকাছি বেড়ে যাচ্ছে গড় তাপমাত্রা ৷

আরও পড়ুন : জেলার নাম বদলের প্রতিবাদ, অন্ধ্রের মন্ত্রীর বাড়িতে আগুন

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়ন যদি এভাবেই বাড়তে থাকে তাহলে অল্প সময়ের ব্যবধানে এরকম তাপপ্রবাহের দাপটে ফের পুড়তে পারে দক্ষিণ এশিয়ার এই দুই দেশ ৷ এই তীব্রপ্রবাহের ফলে বৃষ্টিও 60 থেকে 70 শতাংশ হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে ৷ যার প্রভাব পড়েছে গম উৎপাদনে ৷

ABOUT THE AUTHOR

...view details