নয়াদিল্লি, 15 ডিসেম্বর: বিচারবিভাগের অন্দরে কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে রিপোর্ট তলব করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ এই নিয়ে তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা এলাহবাদ হাইকোর্ট কর্তৃপক্ষের কাছে তিনি জানতে চেয়েছেন ৷
যৌন হয়রানির ওই অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের বান্দা জেলায় নিযুক্ত একজন মহিলা বিচারক ৷ তাঁর অভিযোগ, ওই রাজ্যের বারাবাঁকিতে থাকাকালীন একজন জেলা বিচারকের দ্বারা তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন ৷ তাই তিনি ‘সম্মানজনক উপায়ে’ মৃত্যুর অনুমতি চেয়েছেন ৷ আর সেই অনুমতি চেয়ে তিনি চিঠি পাঠান প্রধান বিচারপতির কাছে ৷ দু’পাতার সেই চিঠি হাতে পাওয়ার পরই প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছেন ৷
ওই মহিলা বিচারকের চিঠিটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ সেখানে ওই মহিলা লিখেছেন, "আমার আর বাঁচার কোনও ইচ্ছা নেই । গত দেড় বছরে আমাকে একটি মৃতদেহের মতো বেঁচে আছি । এই আত্মাহীন ও প্রাণহীন শরীরকে আর বয়ে নিয়ে যাওয়ার কোনও উদ্দেশ্য নেই । আমার জীবনের আর কোনও উদ্দেশ্য বাকি নেই । দয়া করে অনুমতি দিন । আমি একটি সম্মানজনক উপায়ে আমার জীবন শেষ করতে চাই ।"