নয়াদিল্লি, 5 জানুয়ারি:আকাশচুম্বী অবস্থান থেকে সরাসরি ভূপতিত ৷ এমনই সময়ের সাক্ষী গৌতম আদানি (Gautam Adani Latest news)। যেদিন মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গের (Hindenburg Research on Adani) রিপোর্ট এল, সেদিন থেকে তাঁদের শেয়ারে (Adani Group Share Falls down) আলোড়ন পড়া শুরু হয়েছে । আদানি গ্রুপের সাতটি তালিকাভুক্ত কোম্পানির শেয়ার 50 শতাংশ কমেছে । রিপোর্ট আসার পর আদানি গ্রুপের বাজার মূলধন কমেছে 10 লক্ষ কোটি টাকা । 2023 সালের 24 জানুয়ারি আদানি গ্রুপের মার্কেট ক্যাপ ছিল 19.2 লক্ষ কোটি টাকা । রিপোর্ট আসার পর ঘটে গিয়েছে অনেক কিছু ৷ টাইমলাইনে দেখে নেওয়া যাক মাত্র কয়েকদিনে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হল আদানিদের (Choronology of Adani Saga)৷
24-31 জানুয়ারি:মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ 24 জানুয়ারি আদানি গ্রুপকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে । এই রিপোর্টে (Adani vs Hindenburg) আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও অর্থ পাচারের মতো অনেক গুরুতর অভিযোগ করা হয়েছে । তবে আদানি গোষ্ঠী ক্রমাগত সে সব অভিযোগ অস্বীকার করে আসছে এবং হিন্ডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা বলছে । কিন্তু এত কিছুর পরেও আদানি এন্টারপ্রাইজ বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারেনি । আদানি গ্রুপের তালিকাভুক্ত সাতটি কোম্পানির শেয়ারের ক্রমাগত পতন ঘটছে ।
অভিযোগ খারিজ করলেও শেয়ার পতন রুখতে পারেননি আদানি: যে দিন হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশিত হয়, সেই একই দিনে উচ্চ-মূল্যায়নের কারণে আদানি গ্রুপের শেয়ার 85% হ্রাস পায় । পরের দিন আদানি গোষ্ঠীর অন্তর্গত সংস্থাগুলির বাজার মূলধন প্রায় এক লক্ষ কোটি টাকা কমেছে । আদানি গ্রুপ হিন্ডেনবার্গ রিসার্চে প্রতিক্রিয়া জানিয়ে দাবি করে যে রিপোর্টটি ভিত্তিহীন । অভিযোগগুলিকে "ভিত্তিহীন জল্পনা" বলে উড়িয়ে দেওয়া হয় । তবে নিজেদের রিপোর্ট থেকে একচুল সরতে রাজি হয়নি হিন্ডেনবার্গ । এর পর আদানির শেয়ারের পতন অব্যাহত থাকে । দুদিনের দরপতনে শেয়ারটির বাজার মূলধন দাঁড়ায় 4 লক্ষ কোটি টাকা ।
বাজার থেকে অর্থ সংগ্রহে এফপিও: আদানি এন্টারপ্রাইজেস বাজার থেকে অর্থ সংগ্রহের জন্য 20,000 কোটি টাকার এফপিও আনার ঘোষণা করেছিল । এফপিও আনাও হয় । আদানি এন্টারপ্রাইজ এফপিও প্রথম দিনে 1% সাবস্ক্রিপশন পায় । এর পরে আবু ধাবির ইন্টারন্যাশনাল হোল্ডিং আদানির সমর্থনে এফপিও-তে 400 মিলিয়ন ডলারের অবদান রাখে । এ ভাবে 31 জানুয়ারি পর্যন্ত আদানি এন্টারপ্রাইজের এফপিও সম্পূর্ণ সাবস্ক্রিপশন পেয়ে যায় ।
আরও পড়ুন:আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা আদালতের নজরদারিতে তদন্তের দাবি বিরোধীদের