পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

China bridge construction : প্যাংগং লেকে নিজের সীমার মধ্যে সেতু তৈরি করছে চিন

পূর্ব লাদাখে প্যাংগং লেক অঞ্চলে চিন সেতু তৈরির কাজ করছে ৷ স্যাটেলাইট চিত্রে এ ছবিই ধরা পড়েছে ৷ বছরের প্রথম দিন একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানোর পর এমন ঘটনা সামনে আসে (China building a bridge on its side of the Pangong lake) ৷

China bridge construction, Photo courtesy Damien Symon
প্যাংগং লেকে নিজের সীমার মধ্যে সেতু তৈরি করছে চিন, ছবি সৌজন্য দামিয়েন সিনোম

By

Published : Jan 4, 2022, 8:59 AM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি : চিন এবার সেতু তৈরি করছে পূর্ব লাদাখে ৷ সোমবার স্যাটেলাইট চিত্রে (new satellite image) ধরা পড়েছে এমন ছবি ৷ দীর্ঘদিন ধরে ভারত-চিন সীমান্তের এই অঞ্চলে দু'দেশের সামরিক অবস্থান (Sino-India military standoff) নিয়ে বিতর্ক চলছে ৷ এর মধ্যে প্যাংগং লেক অঞ্চলে নিজেদের সীমার মধ্যে চিনের সেতুর তৈরির কথা জানা গেল (China building a bridge on its side of the Pangong lake) ৷

স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, গালওয়ান উপত্যকার কাছে (Galwan valley region) প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি-তে (Line of Actual Control, LAC) চিন তার নিজের অংশে এই নির্মাণকাজ চালাচ্ছে ৷ 15 জুন, 2020-তে গালওয়ান উপত্যকায় চিন ও ভারতের সেনার মধ্যে সংঘর্ষ বাধে ৷ এরপর দু'দেশের সেনা গালওয়ান উপত্যকায় একটি বাফার জোন বা নিষ্ক্রিয় এলাকা চিহ্নিত করে ৷ এ বছর 1 জানুয়ারি এলএসি-সহ পূর্ব লাদাখের 10টি সীমান্ত পোস্টে অঞ্চলে দু'দেশের সেনাবাহিনী নিজেদের মধ্যে শুভেচ্ছো বিনিময় করে ৷ একে অপরকে মিষ্টি উপহার দেয় ৷

আরও পড়ুন : Indo China conflict: চিনকে পাল্টা দিতে সীমান্তে সড়ক-সেতু নির্মাণে মনোযোগী বিআরও

সূত্রে জানা গিয়েছে, এলএসি থেকে সেতুটি প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত ৷ এই অবস্থায় ভারতও এই অঞ্চলে দ্রুতগতিতে নিজেদের পরিকাঠামো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

জিও-ইন্টেলিজেন্স (Geo-intelligence) বিশেষজ্ঞ দামিয়েন সিনোম (Damien Symon) টুইটারে একটি স্যাটেলাইট চিত্র পোস্ট করেন ৷ তিনি জানান, প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরের (North and South banks of Pangong lake) মধ্যে যোগাযোগ রক্ষার জন্য চিন একটি নতুন সেতু তৈরি করছে ৷

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে চিন পিপল'স লিবারেশন আর্মি বা পিএলএ (People's Liberation Army, PLA) মোতায়েনে গতি আনতে চায় ৷ সেই ব্যবস্থা নিশ্চিত করাই খুরনাক এলাকায় (Khurnak area) এই সেতু নির্মাণের লক্ষ্য ৷ এদিকে ভারতের সামরিক সূত্র জানিয়েছে, এলএসি বরাবর সব ক'টি গুরুত্বপূর্ণ এলাকায় ভারত পরিকাঠামোর উন্নয়ন করছে ৷ তারা এই অঞ্চলে চিনের গতিবিধি সম্পর্কে অবহিত ৷

গত সপ্তাহে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিশুমলে-দেমচক রোডের (Chisumle-Demchok road) উদ্বোধন করেন ৷ এই রাস্তাটি লাদাখের উমলিং লা পাসে (Umling La Pass) 19 হাজার ফুট উচ্চতায় অবস্থিত ৷

2020-র অগস্টে ভারত প্য়াংগং লেকের দক্ষিণ তীরের বেশ কয়েকটি কৌশলী জায়গার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ৷ এরপরই চিন তার সামরিক পরিকাঠামো আরও শক্তিশালী করার দিকে নজর দিয়েছে ৷ প্যাংগং লেক অঞ্চলে দু'দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাধে ৷ তারপর 5 মে, 2020-তে পূর্ব লাদাখে দু'দেশের সীমান্তে সামরিক অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে হাতাহাতি তীব্র আকার নেয় ৷ দু'দেশই আরও সেনা আর সামরিক অস্ত্রশস্ত্র মোতায়েনের কাজ শুরু করে ৷

আরও পড়ুন : গালওয়ান সংঘর্ষের 1 মাস পর লাদাখ সফরে প্রতিরক্ষা মন্ত্রী

গত বছর দু'দেশের সামিরক ও কূটনৈতিক স্তরে আলোচনার পর প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীর এবং গোগরা অঞ্চল (Gogra area) থেকে সেনা সরিয়ে নেওয়ার কাজ সম্পূর্ণ করে ৷ বর্তমানে এলএসি-র সংবেদনশীল জায়গাগুলিতে দু'দেশেরই 50-60 হাজার সেনা রয়েছে ৷

2021-এর অক্টোবরে ভারত ও চিনের কম্যান্ডার স্তরে এ নিয়ে 13তম বৈঠক হয় ৷ ভারতীয় সেনাবাহিনী জানায়, তাদের 'গঠনমূলক পরামর্শ'গুলি চিন মেনে নিতে রাজি হয়নি ৷

গত শুক্রবার 31 ডিসেম্বর, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, চিনের সেনাবাহিনীর সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে ৷ সামরিক অবস্থানের সঙ্গে কোনও সমঝোতা করা হবে না ৷ এই শর্তে পূর্ব লাদাখে চিনকে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার কথা জানানো হয়েছে ৷ ভারত অবশ্য ওই সংঘর্ষের আগে স্থিতাবস্থায় ফিরে যাওয়ার উপর জোর দিচ্ছে ৷

আরও পড়ুন : IAF : লাদাখে বিশ্বের অন্যতম উঁচু চলমান এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ার নির্মাণ বায়ুসেনার

ABOUT THE AUTHOR

...view details