পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Man Reunites with Family: পরিবার ভেবেছিল মৃত, 25 বছর পর পুলিশের চেষ্টায় ঘরে ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ - মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ

পরিবার ভেবেছিল তাঁর মৃত্যু হয়েছে (Mentally Disabled person rescued)৷ 25 বছর পর চেন্নাই পুলিশের (Chennai police) চেষ্টায় পরিবারকে ফিরে পেলেন মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ (Man Reunites with Family)।

Chennai: Mentally Disabled person rescued and reunites with family after 25 years
25 বছর পর পুলিশের চেষ্টায় ঘরে ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ

By

Published : Dec 1, 2022, 5:31 PM IST

Updated : Dec 1, 2022, 6:21 PM IST

চেন্নাই, 1 ডিসেম্বর: 25 বছর ধরে নিখোঁজ ডেভিড দুরাইরাজ ৷ বাড়ির লোক ভেবেছিলেন যে সুনামি কেড়ে নিয়েছে তাঁর জীবন (Mentally Disabled person rescued)৷ তবে চেন্নাইয়ের রাস্তায় তাঁকে খুঁজে পেল পুলিশ (Man Reunites with Family)৷ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে তাঁর বাড়ির সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয় ৷ এরপর তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে চেন্নাই পুলিশ (Chennai police)৷

কয়েক দিন আগেই চেন্নাই পুলিশ খবর পায় যে, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তাম্বারাম স্যানাটোরিয়াম এলাকায় রাস্তার ধারে থাকছেন । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করে এবং তাঁর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে ৷ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁর নাম ডেভিড দুরাইরাজ ৷ তিনি কোভিলপট্টি ভেলাউথাপুরম এলাকার বাসিন্দা ।

এর পরে পুলিশ ডেভিড সম্পর্কে তথ্য সংগ্রহ করে ৷ তখন জানা যায় যে, ডেভিড 25 বছর আগে বাড়ি ছেড়ে চেন্নাইতে গিয়েছিলেন ৷ শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে অবশেষে তাম্বারাম স্যানাটোরিয়াম এলাকায় থাকা শুরু করেন তিনি । ফেলে দেওয়া প্লাস্টিক ও লোহা বিক্রি করে পেট চালাতে থাকেন ৷

আরও পড়ুন:22 বছর পর স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মা-ছেলের মিলন

পুলিশ ডেভিডকে নিয়ে এসে তাঁকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে ৷ এরপর তাঁর ছবি তুলি পাঠানো হয় কোভিলপট্টি থানায় । খোঁজখবর করার পর জানা যায়, ডেভিড দুরাইরাজ 25 বছর আগে পারিবারিক সমস্যার কারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন ৷ তারপরই নিখোঁজ হয়ে যান তিনি ৷ গত 7 বছর ধরে ডেভিডের আত্মীয়রা ভেবেছিলেন যে, 2004 সালে আসা সুনামিতে এই বৃদ্ধের মৃত্যু হয়েছে ৷

25 বছর পর পুলিশের চেষ্টায় ঘরে ফিরলেন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ

সমস্ত কিছু জানতে পেরে ডেভিডের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিবার ৷ তাদের থানায় ডেকে পাঠানো হয় ৷ চেন্নাই পুলিশ কমিশনারের অফিসে সহকারী কমিশনার লোগানাথনের উপস্থিতিতে বুধবার আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে । চোখের জলে ডেভিডকে স্বাগত জানান তাঁর পরিজনেরা ৷ এত বছর পর বাড়ির মানুষটাকে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে তারা ধন্যবাদ জানিয়েছে ৷

Last Updated : Dec 1, 2022, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details