চেন্নাই, 29 সেপ্টেম্বর: রেসিং বাইক নিয়ে দ্রুত গতিতে ছুটছিল তরুণ ৷ তার গতির বলি হয় এক পথচারী ৷ তীব্র গতিতে এবং বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে তরুণ ওই ব্যক্তিকে প্রাণে মেরে ফেলে ৷ ঘটনাটি ঘটেছিল 2018 সালের 15 জুলাই তামিলনাড়ুর পালাভাক্কম এলাকার ইসিআরে ৷ এই বাইক দুর্ঘটনার 'মোটর অ্যাকসিডেন্টস ক্লেমস ট্রাইবুনাল'-এর প্রধান বিচারপতি টি চন্দ্রশেখরন তরুণের বাবাকে 41 লাখ ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন । (Chief Judge of the Motor Accidents Claims Tribunal award large amount of money) ৷
ঘটনাচক্রে ওই বাইকের মালিক অভিযুক্ত তরুণের মালিক ৷ প্রথমে মৃত জোসেফের মা এবং স্ত্রী 22 লক্ষ 25 হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলেন (Biker killed a person during a bike race) ৷ বিচারপতি এই অঙ্ক দ্বিগুণ করেন ৷ কারণ বাইকটির না তো ছিল বিমা, আর না তো তরুণের কাছে প্রয়োজনীয় লাইসেন্স ৷ এদিকে জোসেফ পেশায় একজন সামান্য জলের পাইপ সারানোর মিস্ত্রি এবং খাবার ডেলিভারি এজেন্ট ৷