পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cheetah Escape from Kuno National Park: কুনোর জঙ্গল থেকে ফের পালাল আফ্রিকান চিতা, ঘুরে বেড়াচ্ছে গ্রামে

কুনো ন্যাশনাল পার্ক থেকে ফের পালাল আফ্রিকার চিতা ৷ দিন কয়েক আগেও ওভান নামের ওই পুরুষ চিতাটি পালিয়ে গিয়ছিল ৷ মধ্যপ্রদেশের শিবপুরী জেলার অন্তর্গত বৈরাদের শহরের একটি নিকটবর্তী গ্রামে ঘুরে বেড়াচ্ছে ওই আফ্রিকান চিতাটি। যার জেরে আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।

Cheetah Escape from Kuno National Park
কুনোর জঙ্গল থেকে ফের পালাল আফ্রিকান চিতা

By

Published : Apr 17, 2023, 10:59 AM IST

কুনোর জঙ্গল থেকে ফের পালাল আফ্রিকান চিতা

শিবপুরী (মধ্যপ্রদেশ), 17 এপ্রিল: কুনো ন্যাশনাল পার্কে ফের বড়সড় বিপত্তি। কুনোর জঙ্গল থেকে পালিয়ে গিয়েছে একটি নামিবিয়ান চিতা ৷ জানা গিয়েছে, পালিয়ে যাওয়া পুরুষ চিতাটির নাম ওভান ৷ শিবপুরী এলাকার বৈরাদ শহরের একটি নিকটবর্তী গ্রামে ঢুকে পড়েছে। আর এই পুরো ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে।

মাস আটেক আগে কুনো ন্যাশনাল পার্কের খোলা জঙ্গলে ছাড়া হয় নামিবিয়ান চিতা ওভানকে। জঙ্গলের মধ্যেই তারপর থেকে এদিক ওদিক সে ঘুরে বেড়াতে শুরু করে ৷ আপন ছন্দেই দাপিয়ে বেড়ায় কুনোর এপ্রান্ত থেকে ওপ্রান্ত। কিন্তু, বেশ কয়েকদিন আগে আচমকাই সে জঙ্গলের সীমানা ছাড়িয়ে ঢুকে পড়ে লোকালয়ে। তার কিছুদিন পর তাকে ফের কুনোতে ফিরিয়ে আনা হলেও আবারও রবিবার সে গ্রাম ভ্রমণে বেরিয়ে পড়েছে ৷ এর আগে কুনো জাতীয় উদ্যান সংলগ্ন বিজয়পুর তহসিলের গোলীপুরা এবং ঝাড় বড়োদা গ্রামে ওভান নামের ওই চিতাটি ঘুরে বেড়িয়েছে ৷

গতকাল চিতার গ্রামে ঘুরে বেড়ানোর দৃশ্য মোবাইলবন্দি করেছেন এক স্থানীয় যুবক ৷ গতকাল গভীর রাতে চিতাটিকে দেখা গিয়েছে দেবপুরা গ্রামে। বর্তমানে দেবপুরা গ্রাম থেকে চিতাটি বৈরাদ শহরের আবাসিক এলাকার দিকে যাচ্ছে। শিবপুরী বন বিভাগের একটি দল ক্রমাগত চিতার গতিবিধি এবং নিরাপত্তা এবং ও তার কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। আসলে, শিবপুরী জেলার বৈরাদ তহসিল এলাকার জঙ্গলটি কুনো জাতীয় উদ্যানের সীমানা সংলগ্ন। এই কারণেই চিতা বারবার জাতীয় উদ্যানের সীমানা পেরিয়ে শিবপুরী জেলার জঙ্গলে প্রবেশ করে।

আরও পড়ুন:নামিবিয়া থেকে ভারতে স্থানান্তরিত একটি চিতার চারটি শাবকের জন্ম

অন্যদিকে, কিছুদিন আগেই নামিবিয়া থেকে আনা এক চিতা কুনোর জঙ্গলে জন্ম দেয় চার শাবকের। ফুটফুটে চিতা শাবকগুলির ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত সকলেই। এই চিতা শাবকগুলিকে অতি সযত্নে রাখা হচ্ছে। নিয়মিত তাদের উপর নজরদারি চালান বন কর্তারা। থাকেন পশু চিকিৎসকও। ধীরে ধীরে তারা ভারতের জল, হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কতটা সক্ষম হচ্ছে, তা দেখা হবে। একটু বড় হলে তবেই অন্য চিতাদের সঙ্গে ছাড়া হবে চিতা শাবকগুলিকে।

ABOUT THE AUTHOR

...view details