বেঙ্গালুরু, 1 সেপ্টেম্বর: চাঁদের দক্ষিণ মেরুতে ঐতিহাসিক অবতরণের ঠিক তিন দিন পর, অর্থাৎ 26 অগস্ট চাঁদের মাটিতে একটি ভূমিকম্প রেকর্ড করেছে চন্দ্রযান 3 ল্যান্ডারে ইনস্ট্রুমেন্ট ফর দ্য লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড ৷ চন্দ্রযান-3 প্রকল্পের সর্বশেষ আপডেটে বৃহস্পতিবার এ কথা জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ তারা জানিয়েছে, কম্পনের উৎসের খোঁজে অনুসন্ধান চলছে ৷
ইসরো টুইটারে পোস্ট করে বলেছে যে, এটি একটি প্রাকৃতিক ঘটনা এবং তার তদন্ত চলছে । আইএলএসএ পেলোড রোভার এবং অন্যান্য পেলোডগুলির গতিবিধিও রেকর্ড করেছে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ।
ইসরো তার সর্বশেষ পোস্টে লিখেছে, "চন্দ্রযান-3 মিশন: ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা । চন্দ্রযান 3 ল্যান্ডারে চাঁদে প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম (MEMS) প্রযুক্তি-ভিত্তিক যন্ত্র ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA) পেলোড -- রোভার এবং অন্যান্য পেলোডের গতিবিধি রেকর্ড করেছে । 2023-এর 26 অগস্ট এটি একটি ভূমিকম্পও রেকর্ড করেছে, যা একটি প্রাকৃতিক ঘটনা বলে মনে হচ্ছে । এই কম্পনের উৎস তদন্তাধীন । আইএলএসএ পেলোড বেঙ্গালুরুতে ডিজাইন করা হয়েছে । বেঙ্গালুরুর ইউআরএসসি ডেপ্লয়মেন্ট মেকানিজম তৈরি করেছে ৷"
অন্য একটি পোস্টে মহাকাশ সংস্থা বলেছে যে, চন্দ্রযান-3 ল্যান্ডারে রেডিয়ো অ্যানাটমি অব মুন বাউন্ড হাইপারসেন্সিটিভ আয়োনোস্ফিয়ার এবং অ্যাটমোস্ফিয়ার - ল্যাংমুইর প্রোব (RAMBHA-LP) পেলোড চাঁদের দক্ষিণ মেরুতে নিকট-পৃষ্ঠের চন্দ্র প্লাজমা পরিবেশের প্রথম পরিমাপ করেছে ।
ইসরো বলেছে, "প্রাথমিক মূল্যায়ন ইঙ্গিত দেয় যে, চন্দ্র পৃষ্ঠের কাছাকাছি প্লাজমা তুলনামূলকভাবে বিরল । এই পরিমাণগত পরিমাপগুলি সম্ভাব্যভাবে লুনার প্লাজমা রেডিয়ো তরঙ্গ যোগাযোগে যে শব্দ হয় তা প্রশমিত করতে সহায়তা করে । এছাড়াও, তারা আসন্ন চন্দ্র দর্শনার্থীদের জন্য উন্নত ডিজাইনের অবদান রাখতে পারে । RAMBHA-LP পেলোড ডেভেলপমেন্টের নেতৃত্বে রয়েছে SPL/VSSC, তিরুবনন্তপুরম ৷"
চন্দ্রযান 3 ল্যান্ডারে ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড চাঁদে একটি মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম (এমইএমএস) প্রযুক্তি-ভিত্তিক যন্ত্রের প্রথম উদাহরণ । এটি রোভার এবং অন্যান্য পেলোডের নড়াচড়ার কারণে ঘটে যাওয়া কম্পন রেকর্ড করেছে ।
আরও পড়ুন:অন্য পদ্ধতিতে চাঁদে সালফারের উপস্থিতি নিশ্চিত করল প্রজ্ঞান, ভিডিয়ো প্রকাশ ইসরোর
আইএলএসএ-তে ছয়টি উচ্চ-সংবেদনশীলতা অ্যাক্সিলোমিটারের একটি ক্লাস্টার রয়েছে, যেগুলি সিলিকন মাইক্রোমেশিনিং প্রক্রিয়া ব্যবহার করে দেশীয়ভাবে তৈরি করা হয়েছে । কোর সেন্সিং এলিমেন্টে ইলেক্ট্রোড-সহ একটি স্প্রিং-মাস সিস্টেম থাকে । বাহ্যিক কম্পনগুলি স্প্রিং এর বিচ্যুতি ঘটায়, যার ফলে ক্যাপাসিট্যান্সের পরিবর্তন ঘটে যা ভোল্টেজে রূপান্তরিত হয় ।
আইএলএসএ-এর প্রাথমিক উদ্দেশ্য হল প্রাকৃতিক ভূমিকম্প, প্রভাব এবং কৃত্রিম ঘটনার উত্পন্নস্থলের কম্পন পরিমাপ করা । 25 অগস্ট রোভারের নেভিগেশনের সময় রেকর্ড করা কম্পনগুলি চিত্রিত হয়েছে । এ ছাড়াও 26 অগস্ট রেকর্ড করা একটি ভূমিকম্প আপাতদৃষ্টিতে যা প্রাকৃতিক বলে মনে হয়েছে সেটিও দেখানো হয়েছে । আইএলএসএ পেলোডটি বেসরকারি শিল্পের সহায়তায় এলইওএস, বেঙ্গালুরুতে ডিজাইন করা হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে ।