হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে 371 কোটি টাকার দুর্নীতির অভিযোগে শনিবার গ্রেফতার হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ গতকাল তাঁকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে ৷ আর তাই 22 সেপ্টেম্বর পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর ঠিকানা এই সেন্ট্রাল জেলে ৷ সেই মতো আজ, সোমবার তাঁকে রাজামহেন্দ্রভরম সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়েছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রবিবার স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় বিজয়ওয়াড়া আদালত 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল। এর প্রতিবাদে অন্ধ্রপ্রদেশ জুড়ে বনধের ডাক দিয়েছে টিডিপি ৷
এদিন চন্দ্রবাবু নাইডুর ছেলে তথা প্রাক্তন মন্ত্রী নারা লোকেশকে সেন্ট্রাল জেলে বাবার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। যখন নাইডুকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়, তখন তেলেগু দেশম পার্টি (টিডিপি) ক্যাডার এবং নেতারা তাঁকে দেখতে বিজয়ওয়াড়া থেকে রাজামহেন্দ্রভরম পর্যন্ত রাস্তায় নেমে পড়েন। দুর্নীতির মামলার অভিযোগে যেভাবে টিডিপি প্রধানকে গ্রেফতার করা হয়েছে তার নিন্দা করেছেন বিরোধী নেতারাও।